বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

চাহিদার চেয়ে বেশি ২১ লাখ পশু

নিজস্ব প্রতিবেদক

চাহিদার চেয়ে বেশি ২১ লাখ পশু

দেশে এবার কোরবানির জন্য চাহিদার চেয়ে ২১ লাখের বেশি পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, কোরবানিতে আমাদের চাহিদা ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি পশু; প্রস্তুত রয়েছে ১ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৩৩৩টি পশু। সেই হিসাবে ২১ লাখেরও বেশি পশু রয়েছে। ?এবার কোরবানিযোগ্য পশুর মধ্যে ৪৮ লাখ ৪৩ হাজার ৭৫২টি গরু-মহিষ, ৭৬ লাখ ৯০ হাজার ছাগল-ভেড়া এবং ২ হাজার ৫৮১টি অন্যান্য প্রজাতির গবাদিপশু রয়েছে। গত বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি। এর মধ্যে কোরবানি হয়েছে ৯৯ লাখ ২১ হাজার ৯৪১টি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাটে যাতে কৃত্রিম সংকট না হয়, সে জন্য হাটে আনার পথে, বাড়িতেও পশু বিক্রি করা যাবে। তবে রাস্তায় হাট বসানো যাবে না। এ ছাড়া ডিজিটাল হাটের মাধ্যমেও পশু বিক্রি করা যাবে। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদসহ বিভিন্ন মন্ত্রণালয়, দফতর, বিভাগ ও অধিদফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর