বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

লন্ডনে মেয়র প্রার্থী বরিশালের মোজাম্মেল

যুক্তরাজ্য প্রতিনিধি

লন্ডনে মেয়র প্রার্থী বরিশালের মোজাম্মেল

লন্ডনের মেয়র নির্বাচন করতে হলে অন্তত এক জোড়া ভালো জুতা প্রয়োজন। কিন্তু মোজাম্মেল হোসেন নামের একজন ব্রিটিশ শীর্ষ আইনজীবী যিনি লন্ডনের মেয়র নির্বাচন করার প্রায় শেষ ধাপে আছেন তার ১৬ বছর বয়স পর্যন্ত নিজের এক জোড়া জুতাও ছিল না। সেই মোজাম্মেল হোসেন এখন লন্ডনের মেয়র প্রার্থীদের শর্ট লিস্টে তিনজনের একজন। তার গল্প, উত্থান সবকিছুই যেন রূপকথাকে হার মানায়। বরিশালের মাটির ঘরে যার জন্ম, ৮ ভাইবোনের বড় সংসার থেকে ১৯৯৫ সালে লন্ডনে পড়তে এসেছিলেন ২১ বছর বয়সে। তিনি আজ লন্ডন মেয়রের স্বপ্নে বিভোর একজন মানুষ। ব্যারিস্টার মোজাম্মেল লন্ডন ড্রিমের সর্বোচ্চ উদাহরণ হতে পারেন। তার হাত ধরেই ব্রিটেনে বাংলাদেশিদের অর্ধ শতকের গৌরবজ্জ্বল পথচলার সর্বশেষ পালক সংযোজিত হলো। ১৩ জুন পল স্ক্যালির মতো শীর্ষ রাজনীতিবিদকে পেছনে ফেলে সুশাল হল, ড্যানিয়েল কর্সকির সঙ্গে ঘোষণা করা হয় মোজাম্মেলের নাম। তাকে ঘিরেই এখন ব্রিটিশ গণমাধ্যমে যত মাতামাতি।

মোজাম্মেল বলছিলেন, মেয়র সাদিক খানের ব্যর্থতার কথা। বলেছেন কীভাবে তিনি লন্ডনকে আবারও নিরাপদ করে তুলতে চান। আট বছর পর পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ মেয়র সাদিক খানকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত তিনি। তিনি মেয়র হলে, ছুরিকাঘাতজনিত অপরাধ দমনে বিশেষ কাজ করবেন বলে জানান।

সর্বশেষ খবর