শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা
আপাতত থাকবেন হাসপাতালে

অবস্থার উন্নতি খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

অবস্থার উন্নতি খালেদা জিয়ার

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। আগের চেয়ে একটু ভালো। তাঁকে আরও কয়েক দিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। নতুন কোনো উপসর্গ দেখা দেয়নি। তবে পুরনো রোগের জটিলতাগুলো এখনো রয়েই গেছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে আরও বেশ কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। জানা গেছে, মেডিকেল বোর্ড তাঁর অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। তিনি লিভার সিরোসিসের রোগী হওয়ায় তাঁর শারীরিক অবস্থাটাকে অত্যন্ত স্পর্শকাতর মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। পরিস্থিতি যাতে পরিপাকতন্ত্রের রক্তক্ষরণের দিকে না যায়, সে ব্যাপারে তারা (চিকিৎসকরা) অত্যন্ত সচেষ্ট রয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত সোমবার রাত সোয়া ২টার দিকে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তারপর থেকেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং দেশের বাইরের আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও অনলাইনে মেডিকেল বোর্ডের বৈঠকে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক  ডা. এ জেড এম জাহিদ।

সর্বশেষ খবর