বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা
কী হলো গণ অধিকার পরিষদে

রেজা কিবরিয়া লোভী অরাজনৈতিক : নূর

শফিকুল ইসলাম সোহাগ

রেজা কিবরিয়া লোভী অরাজনৈতিক : নূর

গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, তারই দলের আহ্বায়ক রেজা কিবরিয়া লোভী এবং অরাজনৈতিক ব্যক্তি। টাকার লোভে গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে তিনি (রেজা কিবরিয়া) বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর। নূর বলেন, ‘রেজা কিবরিয়া সংগঠনবিরোধী নানা কর্মকান্ডে জড়িত। এ বিষয়ে সংগঠন তাঁর কাছে জবাব চাইলে তিনি সদুত্তর দিতে না পারায় তাঁকে অব্যাহতি দিয়ে দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, নিজের দল ও দলের ভূমিকা নিয়ে কথা বলেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব।

নিজের দল গণ অধিকার পরিষদ এবং রেজা কিবরিয়া প্রসঙ্গে নুরুল হক নূর আরও বলেন, ‘রেজা কিবরিয়া নিজের অপকর্ম ঢাকতে তাকে নিয়ে অসত্য বক্তব্য ও মিথ্যাচার করছেন। রেজা কিবরিয়া অযোগ্য। গণ অধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলের আহ্বায়ক হয়েও তিনি সেভাবে দলের মিটিং-মিছিল, কার্যক্রমে সক্রিয় ছিলেন না। বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে স্থানীয় গোয়েন্দাদের পৃষ্ঠপোষকতায় জনৈক মাসুদ করিম/এনায়েত করিমকে দিয়ে বিএনপি ভাঙা ও ব্রাহ্মণবাড়িয়ার উকিল আবদুস সাত্তার মডেলে আগামী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিতে কথিত সরকারবিরোধী প্রোগ্রামের নামে রেজা কিবরিয়া ব্যাংকক, কাঠমান্ডুতে একাধিকবার মিটিংয়ে অংশ নেন। দেশে এসে মনোনয়ন বিক্রি ও বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদের প্রোগ্রামে অংশগ্রহণ এবং সর্বশেষ জাতীয় ইনসাফ কায়েম কমিটির প্রোগ্রামে অংশ নেওয়ার বিষয়ে দলের জরুরি মিটিংয়ে রেজা কিবরিয়ার কাছে জবাবদিহি চাওয়া হয়। রেজা কিবরিয়ার বাসভবনের ছাদে অনুষ্ঠিত ওই মিটিংয়ে তিনি নেতাদের প্রশ্নের সদুত্তর না দিয়ে উল্টো বিরক্ত হয়ে সভাস্থল ত্যাগ করে চলে আসেন। আর মিটিংয়ে ফিরে আসেননি। পরে দলের বৈঠকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।’

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে নুরুল হক নূরের বৈঠক হয়েছে। মোসাদের কাছ থেকে তিনি মোটা অঙ্কের টাকা নিয়েছেন। মিডিয়ায় আসা এমন খবর প্রসঙ্গে প্রশ্ন করা হলে ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, ‘এ বছর জানুয়ারিতে তার বিরুদ্ধে ছাত্রলীগ এ প্রপাগান্ডা ছড়িয়েছে।’ মিডিয়ার খবরে বলা হয়েছে, আপনি দলের নামে তহবিল এনে কাতারে এক প্রবাসীর গাড়ি ব্যবসায় বিনিয়োগ করেছেন মোসাদের টাকা। এ প্রসঙ্গে নূর বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যেসব মিডিয়া বা ব্যক্তি আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’ আগামী নির্বাচন প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। নিরপেক্ষ সরকারের দাবিতে আমরা রাজপথে আন্দোলন করছি।’ বিএনপির সঙ্গে কোনো জোট হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির কর্মসূচির সঙ্গে মিল রেখে গণ অধিকার পরিষদ যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপি জোট করলে আমরা সেখানেও গণ অধিকার প্রতিষ্ঠায় থাকতে পারি। আমরা বিরোধী দলগুলোর বিভক্তি চাই না।’ দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘সামগ্রিকভাবে দেশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে পরাশক্তি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। কিছু ক্ষেত্রে বিষয়টি হুমকি হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকার যদি সমঝোতার পথে না হাঁটে তাহলে জনগণ সহিংসতার পথ বেছে নেবে। আমরা সরকারের কাছে দাবি জানাব, উদার হয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।’ মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক স্যাংশন সম্পর্কে এক প্রশ্নের জবাবে নূর বলেন, ‘যারা গুম, খুন, ভোটাধিকার হরণ করছে তারা নিজের কারণেই নিষেধাজ্ঞায় পড়েছে, আরও পড়বে। দেশ ও জনগণের জন্য কাজ করতে গিয়ে সরকার নিষেধাজ্ঞায় পড়েনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজনের দায় পুরো বাহিনী নিতে পারে না। এ দায় সরকারের।’

নুরুল হক নূর বলেন, ‘বিভিন্ন দেশ অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য কথা বলছে। এটাকে সাধুবাদ জানাই। সরকার চাইলেও আগের মতো নির্বাচন করতে পারবে না। একা নির্বাচন করতে চাইলে নিকারাগুয়া, নাইজেরিয়ার মতো নিষেধাজ্ঞার ঝামেলায় পড়বে। যা দেশকে ভেনিজুয়েলার মতো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।’ তিনি বলেন, ‘দেশের এই সংকটে শ্রেণি-পেশা নির্বিশেষে সব নাগরিককে ভাবতে হবে- এ দেশে বাকশাল-ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সমর্থন করব নাকি গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠায় গণ আন্দোলনকে সমর্থন করব?’

সর্বশেষ খবর