বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট

নিজস্ব প্রতিবেদক

দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের মানুষ এখন ভোটের অধিকার ফিরে পেতে চায়। তারা আর নিশিরাতের সরকার দেখতে চায় না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট চলছে। আগামীতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া না হলে যে কোনো পরিস্থিতির দায়ভার আওয়ামী লীগকেই নিতে হবে। সরকারকে বলতে চাই, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনে সহযোগিতা করুন। পার্লামেন্ট ভেঙে দিন। অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিন এবং তারেক রহমানকে দেশে আসতে দিন। যদি তা না করেন, তবে সম্মান নিয়ে বিদায় নিতে পারবেন না। এটা যদি আপনাদের মাথায় না আসে তাহলে অসম্মানজনক পরিস্থিতি আপনাদের জন্য অপেক্ষা করছে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিম, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজ প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর