বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

ক্যাম্পে র‌্যালি ফিরতে চান রোহিঙ্গারা

কক্সবাজার প্রতিনিধি

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে গতকাল কক্সবাজারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী শরণার্থীরা র‌্যালি করেছেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। শতাধিক রোহিঙ্গা শরণার্থীর র‌্যালিটি আই-ব্লক পরিদর্শন করে। রোহিঙ্গা শরণার্থীরা মুক্ত জীবনে ফিরতে চাই স্লোগানসহ ব্যানার ও প্ল্যাকার্ডে বিভিন্ন স্লোগান তুলে ধরেন। এর মধ্যে ছিল ‘শরণার্থী জীবন আর চাই না। অমানবিক উদ্বাস্তু জীবন থেকে আমাদের মুক্তি দিন, রোহিঙ্গাদের জীবনের কোনো মূল্য নেই? আমরা কি মানুষ নই এবং কেন আমরা অবহেলিত?’ নাগরিকত্ব, নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরা করার নিশ্চয়তা নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা। তাই শরণার্থী দিবসে বিশ্ব সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের আবেদন তাদের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। তবে দেশে যেতে আদৌ পারবে কি না তা নিয়েও উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন তারা। নির্যাতন-নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা জাতিগত স্বীকৃতি আর নাগরিক অধিকার নিয়ে স্বদেশে ফিরতে চান। কক্সবাজারের উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘প্রাণ রক্ষায় এসেছিলাম, এবার ফিরে যেতে চাই। সহযোগিতা যতই পাই না কেন, শরণার্থী জীবন ভালো লাগে না। রোহিঙ্গা বস্তিতে থাকলেও মনটা রাখাইনে পড়ে থাকে। আমরা স্বপ্ন দেখি রাখাইনে ফিরে যাওয়ার। কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নুরুল হাকিম বলেন, বাংলাদেশ শুধু চাইলে হবে না, মিয়ানমারকে রাজি হতে হবে নিরাপদ প্রত্যাবাসনে। আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ প্রয়োগ করলে কেবল প্রত্যাবাসনের প্রক্রিয়ার পথ খুলতে পারে। উখিয়ার পালংখালীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর চৌধুরী বলেন, সঠিক উদ্যোগ না নেওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন যেমন ব্যর্থ হয়েছে তেমনি দীর্ঘমেয়াদি অবস্থান করায় রোহিঙ্গাদের কারণে শান্তি-শৃঙ্খলা বিঘিœত হচ্ছে।

সর্বশেষ খবর