শিরোনাম
শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

ভারত সফরের পরিকল্পনায় বিএনপি

শফিউল আলম দোলন

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি। এ পর্যায়ে ভারত সফরেরও পরিকল্পনা রয়েছে দলীয় নেতাদের। তবে ভারতে কবে কতজন যাবেন, সেসব বিষয় এখনো চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে আগামী মাসে কিংবা তার পরের মাসেই সফরটি হতে পারে। এ বিষয়ে দলের নীতিনির্ধারকদের একজন বলেছেন, ভারত আমাদের প্রতিবেশী একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। তার পাশেই বাংলাদেশ গণতন্ত্রহীন একটি রাষ্ট্র। এটা হতে পারে না। গণতন্ত্র পুনরুদ্ধার তৎপরতার অংশ হিসেবে ভারতসহ সব গণতান্ত্রিক রাষ্ট্রের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

জানা যায়, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ‘স্টেট ডিপার্টমেন্ট’ থেকেও বিএনপির একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সে অনুযায়ী চলতি মাসের শেষে কিংবা জুলাই মাসের প্রথমদিকে তারা যুক্তরাষ্ট্র যাবেন। ঢাকা থেকে তিনজন সদস্য ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অবস্থানরত আরও কয়েকজন সদস্য এতে অংশ নিতে পারেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ১০ দফা দাবি নিয়ে মাঠে রয়েছে দলটি। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না বলে আগে থেকেই ঘোষণা দিয়েছে। এই দাবি আদায়ে আন্দোলনের পাশাপাশি বিদেশি বন্ধুরাষ্ট্রের সহায়তা চান বিএনপির নীতিনির্ধারকরা। মাঠের আন্দোলনে যেমন নানামুখী ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি, তেমনি বহির্বিশ্বের সহযোগিতাও তাদের কাম্য। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক দেশ ও সংস্থার সহায়তায় বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায় দলটি। কূটনৈতিক তৎপরতার এই পর্যায়ে দলের পক্ষ থেকে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে শিগগিরই যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী ভারতসহ বেশ কয়েকটি দেশ সফর করতে পারেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। এর আগে গত দুই মাসে ইউরোপ, আমেরিকাসহ বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকটি প্রভাবশালী দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্যরা। এসব বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, শুধু কোনো একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ও তার জনগণের লাভ হবে না। বরং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কটাই হলো প্রকৃত সম্পর্ক। তিনি দেশের সঙ্গে দেশের এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক রাখতে ভারতের সরকার ও সে দেশের জনগণের প্রতি আহ্বান জানান। জানা গেছে, বিএনপির সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি এখন যুক্তরাজ্যের লন্ডন থেকে সরাসরি দেখভাল করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসব বিষয়ে দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির সঙ্গে কূটনীতিকদের যোগাযোগ আছে। কারণ এটি করা বিএনপির নৈতিক দায়িত্ব। দেশের গণতন্ত্র ও ভোটাধিকারসহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থেই বিএনপি রাজপথের আন্দোলনের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

সর্বশেষ খবর