শিরোনাম
শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

শোচনীয় অবস্থান ঢাকার

বাসযোগ্য শহরের তালিকা

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় আবারও তলানিতে স্থান পেয়েছে ঢাকার নাম। বাসযোগ্যতার বিভিন্ন মানদন্ডে ১৭৩টি শহরের মধ্যে ১৬৬তম অবস্থানে শহরটি। অর্থাৎ, বসবাস অযোগ্যতার দিক দিয়ে শীর্ষ আটটি শহরের মধ্যে রয়েছে বাংলাদেশের রাজধানী। গতকাল যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত ‘বৈশ্বিক বাসযোগ্যতা সূচক ২০২৩’ থেকে এ তথ্য পাওয়া গেছে। আগের বছর বসবাসযোগ্য ১৭২টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১৬৬তম। অর্থাৎ, গত বছরের তুলনায় এ শহরে মানুষের জীবন-যাপনের মানের কোনো উন্নতি ঘটেনি। এদিকে ২০২২ সালের মতো চলতি বছরও তালিকায় শীর্ষ বসবাসযোগ্য শহর নির্ধারিত রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ভিয়েনার পয়েন্ট ৯৮.৪। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন (পয়েন্ট ৯৮) ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন (পয়েন্ট ৯৭.৭)। ১৬৬তম স্থানে থাকা ঢাকার পয়েন্ট ৪৩.৮। প্রত্যেক বছর বাসযোগ্যতার বিচারে বিশ্বের বড় শহরগুলোর তালিকা প্রকাশ করে ইআইইউ। মোট ১০০ পয়েন্টের মধ্যে যে শহর যত বেশি পায়, তালিকায় সেটির অবস্থান থাকে তত ওপরে। চলতি বছর ১৭৩টি শহরের সূচক নির্ধারণ করা হয়েছে। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো- এ পাঁচ সূচকের ওপর ভিত্তি করে বাসযোগ্য শহরের তালিকা তৈরি করা হয়েছে। বিশ্বের বসবাসযোগ্য ১৭৩টি শহরের এ তালিকায় শেষের দিকে আছে যথাক্রমে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক, লিবিয়ার রাজধানী ত্রিপলি, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, নাইজেরিয়ার লাগোস, পাকিস্তানের করাচি, পাপুয়া নিউগিনির পোর্ট মোর্সবি, বাংলাদেশের রাজধানী ঢাকা, জিম্বাবুয়ের হারারে, ইউক্রেনের কিয়েভ ও ক্যামেরুনের দৌয়ালা। অন্যদিকে শীর্ষ ১০ বাসযোগ্য শহরের তালিকায় চতুর্থ অবস্থানে অস্ট্রেলিয়ার সিডনি, পঞ্চম কানাডার ভ্যানকুভার, ষষ্ঠ সুইজারল্যান্ডের জুরিখ, যৌথভাবে সপ্তম কানাডার ক্যালগ্যারি ও সুুইজারল্যান্ডের জেনেভা। এরপর রয়েছে কানাডার টরেন্টো, জাপানের ওসাকা ও নিউজিল্যান্ডের অকল্যান্ডের নাম। ২০২১ সালের সূচকে ১৪০টি শহরের মধ্যে ১৩৭তম ছিল বাংলাদেশের রাজধানী। কভিড পরিস্থিতির কারণে ২০২০ সালে তালিকা প্রকাশ করেনি ইআইইউ। ২০১৯ সালে এ সূচকে ঢাকার অবস্থান ছিল ১৩৮তম ও ২০১৮ সালে ছিল ১৩৯তম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর