শনিবার, ২৪ জুন, ২০২৩ ০০:০০ টা

হজ পালনে সৌদি গেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

হজ পালনে সৌদি গেলেন রাষ্ট্রপতি

সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে সপরিবারে সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি ৩৩১ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধান, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি পবিত্র হজ পালনের উদ্দেশে শুক্রবার দুপুর আড়াইটায় রওনা হয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দায় পৌঁছাবেন। সেখানে মো. সাহাবুদ্দিন অবস্থান করবেন আল সাফা রয়্যাল প্যালেসে। হজের যাবতীয় প্রক্রিয়া শেষে রাষ্ট্রপতি ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য মদিনা যাবেন। ১০ দিনের সফর শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে আগামী ৩ জুলাই দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সর্বশেষ খবর