শনিবার, ২৪ জুন, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগের বড় অর্জন স্বাধীনতা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের বড় অর্জন স্বাধীনতা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের ৭৪ বছরের পথচলার সঙ্গে জড়িয়ে আছে বাঙালি জাতির সব অর্জন। যার মধ্যে সবচেয়ে বড় অর্জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা। গতকাল আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয়ভাবে পুষ্পস্তবক অর্পণ শেষে মিন্টো রোডের সরকারি বাসভবনে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ২৩ জুন বাঙালি জাতি ও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। সেই হারানো স্বাধীনতাকে ফিরিয়ে আনতেই ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ। যাদের নেতৃত্বে ১৯৭১ সালে আমরা স্বাধীন হয়েছি। হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ে, খাদ্যে ঘাটতি থেকে স্বয়ংসম্পূর্ণতায় উন্নীত হয়েছে। বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই বাংলাদেশ ২০৪১ সাল নাগাদ একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।

সর্বশেষ খবর