শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

কঠিন চ্যালেঞ্জে পুতিন

প্রতিদিন ডেস্ক

হঠাৎই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেছেন, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন যে বিদ্রোহমূলক তৎপরতা শুরু করেছেন তা রাশিয়ার পিঠে ছুরি মারার শামিল। একই সঙ্গে ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের বিরুদ্ধে মস্কো এবং আশপাশের অঞ্চলে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তিনি। বিবিসি,  আলজাজিরা।

গতকাল জরুরি ভিত্তিতে জাতির উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘সশস্ত্র বিদ্রোহ দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা। তিনি অঙ্গীকার ব্যক্ত করেন, যে বা যারা রাশিয়ার সেনাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ তার এ ভাষণ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। প্রেসিডেন্ট পুতিন বলেন, ওয়াগনার গ্রুপের প্রধান যে পদক্ষেপ নিয়েছেন তা রাশিয়ার পিঠে ছুরি মারার শামিল, এটি জাতির পিঠে ছুরি মারা। আমরা যে পরিস্থিতি মোকাবিলা করছি তা বিশ্বাসঘাতকতা। ব্যক্তিগত উচ্চাকাক্সক্ষা ও স্বার্থ তাকে এ পথে নিয়ে গেছে। পুতিন আরও বলেন, রাশিয়া ভবিষ্যতের জন্য লড়াই করছে এবং এখন আমাদের ঐক্য দরকার। তাই রাশিয়াকে রক্ষায় এ সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছি। তিনি বলেন, যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে, দেশদ্রোহের পথে হাঁটছে, তাদের সবাইকে শাস্তি পেতে হবে। এ শাস্তি অনিবার্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর