রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

কাল শুরু হজের আনুষ্ঠানিকতা, মিনায় যাওয়ার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

কাল শুরু হজের আনুষ্ঠানিকতা, মিনায় যাওয়ার প্রস্তুতি

আগামীকাল সৌদি আরবের সময় ৮ জিলহজ শুরু হবে পাঁচ দিনব্যাপী পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। এদিন বাদ ফজর হাজিরা মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হবেন। তবে অনেকে ভিড় এড়াতে আজ রবিবার স্থানীয় সময় ৭ জিলহজ বাদ এশা থেকে মিনার উদ্দেশে রওনা হবেন। পবিত্র হজের সুন্নত অনুসারে সৌদি সময় ৮ জিলহজ মিনায় পৌঁছে সেখানে জোহর, আসর, মাগরিব, এশা ও পরদিন (৯ জিলহজ) ফজর- এ মোট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন হজ পালনকারীরা। ৯ জিলহজ মঙ্গলবার পালিত হবে পবিত্র হজ। মঙ্গলবার বাদ ফজর মিনা ত্যাগ করে সূর্যোদয়ের সময় সবাই আরাফার ময়দানে সমবেত হবেন। পবিত্র ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য এ বছর বিশ্বের ১৬০টি দেশ থেকে ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় হাজির হয়েছেন মক্কায়। বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজ পালন করার সৌভাগ্য লাভ করেছেন। শুক্রবার পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৪৬৮ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গতকাল শেষ হজ ফ্লাইটে বাকি হজযাত্রীরা সৌদি আরব পৌঁছান। করোনার পর এবারই প্রথম সম্পূর্ণ বিধিনিষেধহীন মুক্ত পরিবেশে হজ পালিত হচ্ছে। ৯ জিলহজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...’ ধ্বনিতে মুখরিত হবে আরাফার ময়দান। এ বছর ২৮ জুন মোতাবেক ১০ জিলহজ সৌদি আরবে এবং ২৯ জুন বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

সর্বশেষ খবর