সোমবার, ২৬ জুন, ২০২৩ ০০:০০ টা

বসবাসে কোটিপতিদের পছন্দ দুবাই

চলতি বছর পাড়ি জমাবেন ৪৫০০ জন, দেশ ছাড়বেন বিশ্বের ১ লাখ ২২ হাজার কোটিপতি

শাহেদ আলী ইরশাদ

বসবাসে কোটিপতিদের পছন্দ দুবাই

বিশ্বের বিভিন্ন দেশের কোটিপতিদের স্থায়ীভাবে বসবাসের জন্য পছন্দের শীর্ষে রয়েছে দুবাই। চলতি বছর সাড়ে ৪ হাজার কোটিপতি দুবাইতে স্থায়ী বসবাস শুরু করবেন। নিজ দেশ ছাড়ায় শীর্ষে রয়েছে চীন, ভারত, যুক্তরাজ্যের অতি ধনীরা। হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট-২০২৩-এ এসব তথ্য তুলে ধরা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিজ দেশ ছাড়ছেন কোটিপতিরা। স্থায়ীভাবে বসবাসের জন্য পাড়ি জমাচ্ছেন অন্য দেশে। নিজ দেশ ছেড়ে যাওয়া অতি ধনীদের পছন্দের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

প্রতিবেদন বলছে, নিজ দেশে রেমিট্যান্স আনার কর আইন সংক্রান্ত জটিলতার ফলে কোটিপতিরা দেশ ছাড়ছেন, তারা অন্য দেশে পাড়ি জমাচ্ছেন। স্থায়ীভাবে বা বিকল্প বসবাসের জন্য ধনীদের কাছে সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয়তা নতুন নয়। এটা চলতি বছর বেড়ে দ্বিগুণ হয়েছে। হিসাব বলছে, এখন পর্যন্ত ৪ হাজার ৫০০ জন কোটিপতি সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাবেন। যা ধনী ব্যক্তিদের দ্বিতীয় শীর্ষ গন্তব্য হিসেবে পরিণত করেছে।

বিশ্বের অতি সম্পদশালী অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে করা এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট-২০২৩-এ বলা হয়েছে, চলতি বছরের অর্ধেক সময়ে সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার ৫০০ জন কোটিপতি আবাস গড়েছেন। ১ কোটি ডলার বা তার বেশি সম্পদ আছে এমন ১ লাখ ৯ হাজার ৯০০ জন কোটিপতি দেশটিতে বসবাস করছেন। আর ১০ কোটি ডলার বা তার চেয়ে বেশি সম্পদ আছে এমন ধনীর সংখ্যা রয়েছে ২৯৮ জন। ১০০ কোটি ডলারের মালিক আছেন ২০ জন।

কোটিপতিদের কাছে অবশ্য জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে পাড়ি জমাবেন ৫ হাজার ২০০ জন ধনী। পরের অবস্থানে থাকা সিঙ্গাপুরে পাড়ি জমাবেন ৩ হাজার ২০০ জন। যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন ২ হাজার ১০০ জন। সুইজারল্যান্ডে ১ হাজার ৮০০ জন। এ ছাড়াও অভিবাসনে ইচ্ছুকদের পছন্দের তালিকায় রয়েছে কানাডা, গ্রিস, ফ্রান্স, পর্তুগাল, নিউজিল্যান্ড ও ইতালি।

অন্যদিকে চলতি বছর চীন ছেড়ে যাবেন ১৩ হাজার ৫০০ জন ধনী। ধনীদের দেশ ছাড়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। চলতি বছর দেশটি থেকে ভিন দেশে পাড়ি দেবেন ৬ হাজার ৫০০ জন কোটিপতি। পরবর্তী অবস্থানে থাকা যুক্তরাজ্য ছেড়ে যাবেন ৩ হাজার ২০০ জন ধনী, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। গত বছর যুক্তরাজ্য ছেড়েছেন ১ হাজার ৬০০ জন ধনী। ধারাবাহিকভাবে পরবর্তী অবস্থানে থাকা রাশিয়া ছাড়বেন ৩ হাজার জন কোটিপতি। ব্রাজিল ছাড়বেন ১ হাজার ২০০ জন। হংকং ছাড়বেন ১ হাজার জন। এ ছাড়াও দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, জাপান, ভিয়েতনাম ও নাইজেরিয়া ছাড়বেন কোটিপতিরা। প্রতিবেদনে ১ মিলিয়ন ডলার বা তার বেশি বিনিয়োগযোগ্য সম্পদ আছে এমন ব্যক্তিদের তালিকায় রাখা হয়েছে। চলতি বছর বিশ্বব্যাপী ১ লাখ ২৮ হাজার অভিবাসী দেশত্যাগ করবেন। যা আগের বছরের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। ২০২৩ সালে দেশ ত্যাগকারী কোটিপতির সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার।  হেনলি অ্যান্ড পার্টনারস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর জুয়ের্গ স্টেফেন বলেন, গত এক দশকে মিলিয়নিয়ার মাইগ্রেশন ক্রমাগত বেড়েছে। বিশ্বব্যাপী ২০২৩ সালে ১ লাখ ২২ হাজার এবং ২০২৪ সালে ১ লাখ ২৮ হাজার মিলিয়নিয়ার মাইগ্রেশন করবেন।

সর্বশেষ খবর