সোমবার, ২৬ জুন, ২০২৩ ০০:০০ টা

দ্রুত সিদ্ধান্ত নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

দ্রুত সিদ্ধান্ত নিতে হবে

সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিভিন্ন দফতর ও সংস্থার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন নতুন গ্যাস কূপ অনুসন্ধান, নতুন ওয়ার্কওভার কূপ খনন, গ্যাস উৎপাদন, এলএনজি আমদানি, জ্বালানি তেল আমদানি, গ্যাস ও তেল সঞ্চালন পাইপলাইন নির্মাণ, আইন, বিধি, নীতিমালা প্রণয়ন ইত্যাদি লক্ষ্যমাত্রা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এ বিভাগের কার্যক্রমের গতি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। এপিএতে লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত থাকার ফলেই দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর