শিরোনাম
বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

মার্টিনেজ ঢাকায় আসছেন

ক্রীড়া প্রতিবেদক

মার্টিনেজ ঢাকায় আসছেন

ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অথচ ১৩ হাজার মাইল দূরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস দেখে অবাক হয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে মনে হয়েছে, বাংলাদেশই যেন বিশ্বকাপ জিতেছে! বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টাইন ফুটবল কোচ স্ক্যালোনি বাংলাদেশের দর্শকদের সমর্থনের কথা জানিয়েছেন বিশ্ববাসীকে। সে কথা স্মরণ করেই বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় আসার কথা জানিয়েছেন। ৩ জুলাই তিনি ঢাকায় আসছেন স্বল্প সময়ের জন্য। ৩ জুলাই সোমবার ভোর ৫টায় ঢাকায় আসবেন তিনি। তাঁর সঙ্গে থাকবে কয়েকজন নিরাপত্তাকর্মী। হোটেলে বিশ্রাম নিয়ে দু-এক ঘণ্টার কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন।      

১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। দ্বিতীয়বার শিরোপা জিতেছে ১৯৮৬ সালে। এরপর ৩৬ বছর শিরোপা খরায় ভুগেছে দিয়াগো ম্যারাডোনা, লিওনেল মেসির আর্জেন্টিনা। তিন যুগের শিরোপা বন্ধ্যাত্ম ঘুচিয়েছে আর্জেন্টিনা মেসির নেতৃত্বে। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সে দলের অন্যতম সদস্য এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন তিনি। গোলবার আগলে আলবিসেলেস্তাদের তৃতীয়বার শিরোপা উৎসবে মাতাতে সহায়তা করেছেন। বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মার্টিনেজ শুভেচ্ছাদূত হয়ে ঢাকা আসছেন। গত পরশু স্বল্প সময়ের জন্য বাংলাদেশে আসার কথা নিশ্চিত করেছেন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই ২০২৩ তারিখে। সফর শুরু হবে বাংলাদেশ থেকে। যেখানে আমি দেখা করব ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার দলের সঙ্গে। আমাদের এ দেখাটা তৈরি করবে ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব। এরপর সেখানে শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। এ রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহভরে অপেক্ষা করছি। এ সফরে যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা আর শিক্ষা পাব, প্রত্যাশায় আছি সেটা নেওয়ার।’ লিওনেল মেসির নেতৃত্বে এর আগে আর্জেন্টিনা এবার বাংলাদেশ সফর করেছিল। ২০১৪ সালের ওই সফরে প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর