রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তালগোল পাকিয়েছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

তালগোল পাকিয়েছে আওয়ামী লীগ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষমতার দরকার, তবে ভোটের নয়। তিনি বলেন, দেশের জনগণই যেন আওয়ামী সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ। এ জন্য দেশ-বিদেশের গণতন্ত্রকামী মানুষই সরকারকে ধিক্কার দিচ্ছে।

বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং শেখ রবিউল আলমের মুক্তির দাবিতে গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতায় এসব কথা বলেন রিজভী। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় হয়ে পুনরায় নয়াপল্টনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন ড. রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ড. জাহিদুল কবির, গিয়াস উদ্দীন মামুন, আবদুর রহিম প্রমুখ।

সর্বশেষ খবর