রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ব্রিকসে যোগদান সম্মানের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ব্রিকসে যোগদান সম্মানের

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশে পরিণত হওয়ায় ব্রিকসে যোগদানের জন্য বিশ্ব নেতারা আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলো হচ্ছে পৃথিবীর উদীয়মান শক্তি। সে শক্তিকে সবাই সমীহ করে। বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশে পরিণত হওয়ায় বিশ্ব নেতারাই বাংলাদেশকে ব্রিকসে যোগদানের আহ্বান জানিয়েছেন। এটি বাংলাদেশের জন্য মর্যাদা ও সম্মানের। এ আহ্বানের মাধ্যমে ব্রিকসও স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ। গতকাল বন্দর নগরী চট্টগ্রামে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আগে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। গত কয়েক মাসের মধ্যে তারা বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং আগুন সন্ত্রাস করেছে। সুতরাং তারা যত কথাই বলুক না কেন, তাদের আন্দোলন আর সন্ত্রাসী কর্মকাণ্ড ওতপ্রোতভাবে জড়িত।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন, উত্তর জেলা সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম ও নোমান আল মাহমুদ এমপি প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর