সোমবার, ৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা
কোরআন পোড়ানোর ঘটনা

সুইডিস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকার সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ২৮ জুন ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে পবিত্র কোরআনের কপি পোড়ায় ইরাকি যুবক সালওয়ান মোমিকার। এর আগে কোরআন পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানায় সুইডেনের একটি আদালত। এরপরই এমন কান্ড ঘটায় মোমিকার। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। এমন ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন অনেক অমুসলিম নেতাও। ক্ষোভের ঝড় উঠেছে মুসলিম দেশগুলোতে। কিছু মুসলিম দেশ সংশ্লিষ্ট সুইডিশ রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে।

 

সর্বশেষ খবর