মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সমাবেশে মির্জা ফখরুল

এখন প্রতিরোধের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

এখন প্রতিরোধের বিকল্প নেই

রাজধানীতে গতকাল সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর -বাংলাদেশ প্রতিদিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন প্রতিরোধের বিকল্প নেই। সারা দেশে গত এক মাসে বিএনপির ৩৮৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সরকার এখন ভয়ে সারা দেশে ডিসি, পুলিশের এসপি, ডিআইজিদের বদলি করছে। তবে যতই বদলি করেন না কেন, পতনের সময় কোনো লোক কাছে পাবেন না, আস্তে আস্তে সব সরে যাবে। গতকাল বিকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল সভাপতি খালিদ হোসেন জ্যাকীসহ সারা দেশে নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, কাঁচামরিচের কেজি ১ হাজার টাকা। কৃষক ১ মণ ধান বিক্রি করে ১ কেজি মরিচ কিনছে। আজকে চাল, ডালসহ সব পণ্যের দাম বেড়ে গেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, কারণ এরা ক্ষমতায় থাকলে জনগণ ভোটই দিতে পারে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তি নগর ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হয়।

নির্দলীয় সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন : এদিকে গতকাল এক বিবৃতিতে অবিলম্বে ঢাকা ও যশোরে গ্রেফতার হওয়া বিএনপি নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজপথে জনগণের বিপুল শ্রোত থামানো যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবেই।

সর্বশেষ খবর