বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

হঠাৎ রোগী বেড়েছে রাজশাহীতে

কাজী শাহেদ, রাজশাহী

হঠাৎ ডেঙ্গু রোগী বেড়েছে রাজশাহীতে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মঙ্গলবার রাত পর্যন্ত ১১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। আক্রান্ত সবাই রাজশাহীর বাইরে থাকেন। ঈদের ছুটিতে বাড়ি এসে তারা জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তাদের কোনো না কোনোভাবে ঢাকায় থাকা বা বেড়ানোর ইতিহাস আছে। রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডটিতে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। রাজশাহীর বাঘায় চার দিনে ছয়জনের এনএসআই পরীক্ষায় দুজন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। মঙ্গলবার বাঘার চ-ীপুর গ্রামে আবু সাঈদ (২৬) নামে একজন ও রবিবার ঢাকা চন্দ্রগাথি গ্রামে বাপ্পী রহমান নামে একজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আবু সাঈদ জানান, পাবনায় এক আত্মীয়ের বাড়িতে গিয়ে রাতে মশারি ছাড়াই ঘুমিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে আসার পর জ্বর দেখা দেয়। রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়েছে। বাপ্পী রহমানের বাবা সাহেদ আলী জানান, তার ছেলে মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত ছিল। জ্বর নিয়ে বাড়িতে আসার পর ডেঙ্গু শনাক্ত হয়েছে। রামেক হাসপাতালের ডেপুটি মেট্রোন সুফিয়া খাতুন জানান, আক্রান্তদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, স্থানীয়দের কেউই এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হননি। যারা আক্রান্ত হয়েছেন তারা ঢাকা বা আশপাশের জেলার। ঈদের ছুটিতে তারা পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি এসে জ্বরে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসার পর্যাপ্ত প্রস্তুতি আছে হাসপাতালে।

সর্বশেষ খবর