বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সাধারণ রোগীর পাশেই ডেঙ্গু রোগী বরিশালে

রাহাত খান, বরিশাল

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়েছে। মঙ্গলবার হাসপাতালের চারটি মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪৭ ডেঙ্গু রোগী। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। সোমবার চিকিৎসাধীন ছিলেন ৪৬ জন। তবে মেডিসিন ওয়ার্ডে সাধারণ রোগীদের পাশেই ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু রোগীদের মশারির ব্যবস্থাও করা হয়নি। এতে ডেঙ্গু আরও ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দিয়েছে। হাসপাতাল সূত্র ও রোগীদের স্বজন জানায়, ডেঙ্গু রোগীদের বেশির ভাগই ঢাকায় জ্বরে আক্রান্ত হওয়ার পর গ্রামে ফিরে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওয়ার্ডগুলো ঘুরে দেখা গেছে, মেডিসিন ওয়ার্ডে সাধারণ রোগীদের পাশেই ডেঙ্গু রোগীরা কেউ শয্যায় আবার কেউ মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। ওয়ার্ডগুলোতে পা ফেলার জায়গা নেই। একজন রোগীর সঙ্গে দুই থেকে চারজন স্বজন রয়েছেন। ময়লা, দুর্গন্ধের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ও স্বজনরা অভিযোগ করেন, ডেঙ্গু মশাবাহিত রোগ।

ডেঙ্গু আক্রান্তদের মেডিসিন ওয়ার্ডে অন্য রোগীর পাশে রাখা হচ্ছে। তাদের মশারিও দেওয়া হয়নি। তাদের শরীরে বসা মশা অন্য কোনো সুস্থ মানুষকে কামড়ালে তারও ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি থাকে। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মনিরুজ্জামান বলেন, মেডিসিন ওয়ার্ড সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে বসেছিলাম। ডেঙ্গু চিকিৎসায় করণীয় এবং রোগীর কি প্রয়োজন তার বিস্তারিত জেনেছি। সেভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ‘সেল সেপারেটর’ যন্ত্র নেই। বরিশাল বিভাগের কোনো সরকারি হাসপাতালে সেল সেপারেটর নেই। গুরুতর ডেঙ্গু রোগীর রক্তের প্লাটিলেট ভেঙে গেলে সেল সেপারেটর প্রয়োজন। তিনি কর্তৃপক্ষের কাছে ডেঙ্গু চিকিৎসায় জরুরি ভিত্তিতে একটি ‘সেল সেপারেটর’ যন্ত্র সরবরাহের দাবি জানান।

সর্বশেষ খবর