বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগ মাঠে নামছে সেপ্টেম্বরে

নির্বাচন সামনে রেখে সারা দেশে করবে যুব ছাত্র সমাবেশ, সম্মেলন হওয়া সংগঠনগুলোকে দ্রুত কমিটি গঠনের নির্দেশ, যৌথসভায় বাগবিতন্ডায় জড়ালেন কৃষক লীগ সভাপতি সম্পাদক, যুব মহিলা লীগকে সতর্ক

রফিকুল ইসলাম রনি

আওয়ামী লীগ মাঠে নামছে সেপ্টেম্বরে

বিএনপির তারুণ্যের সমাবেশের আদলে সারা দেশে ‘যুব-ছাত্র সমাবেশ’ করবে আওয়ামী লীগ। আগামী সেপ্টেম্বর থেকে সারা দেশে এই সমাবেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সমাবেশ থেকে সরকারের টানা সাড়ে চৌদ্দ বছরের অর্জন-উন্নয়ন তুলে ধরা হবে।

গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের যৌথসভায় এ সিদ্ধান্ত হয়। সভায় দল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের গঠনমূলক তথ্য-উপাত্তসহ বিএনপিসহ বিরোধীদের নানা অভিযোগ ও ‘মিথ্যাচারের’ জবাব দেওয়ার আহ্বান জানানো হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন। 

বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সামনেই বাগবিতন্ডায় জড়িয়েছেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। ‘অভ্যন্তরীণ দ্বন্দ্ব’ নিয়ে তারা পরস্পর উত্তপ্ত বাক্যবিনিময় করেন। দীর্ঘদিন ধরেই কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মনোমালিন্য চলছে। দ্বন্দ্বের বিষয়টি সামনে আনেন উম্মে কুলসুম স্মৃতি। এরপর জবাব দেন সভাপতি সমীর চন্দ। বৈঠক শেষেও সহযোগী সংগঠনের এই দুই শীর্ষ নেতা তর্কে জড়িয়ে পড়েন। বেলা ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভা শুরু হয়। প্রথমেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সূচনা বক্তব্য রাখেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন, পাঁচ সিটি নির্বাচন, বিএনপির আন্দোলন, আরপিও সংশোধনীসহ নানা বিষয়ে কথা বলেন। পরে শুরু হয় মূল আলোচনা। যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সভার সঞ্চালনা করেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে ওবায়দুল কাদের সভায় উপস্থিত দলের ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে কথা বলতে দেন। এ সময় তারা তাদের সংগঠনের অবস্থান তুলে ধরেন। বৈঠক সূত্র জানায়, কৃষক লীগের সহ-প্রচার সম্পাদক নূরুল ইসলাম বাদশা রাজাকারপুত্র বলে অভিযোগ উঠেছে। এই বিষয় ছাড়াও চট্টগ্রাম কৃষক লীগের কমিটিসহ সংগঠনের বিষয় নিয়ে বক্তব্য দেন কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। তিনি বলেন, সভাপতি (সমীর চন্দ) আমাকে না জানিয়ে একাই জেলায় জেলায় কর্মসূচি করে বেড়াচ্ছেন। উনি প্রোগ্রাম করেন, জেলা সফরে যান, আমাকে জানান না। এরপর সভাপতি সমীর চন্দ বলেন, আমি অসুস্থ হওয়ার পর একজনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। সেক্রেটারি ভারপ্রাপ্ত সভাপতিকে মেনে নিতে পারেননি। তিনি একাই স্বাক্ষর করে বিভিন্ন জায়গায় কমিটি গঠন করেন। আর জেলা কৃষক লীগ প্রোগ্রাম করে আমাকে দাওয়াত করে। আমি সেখানেই যাই। সেক্রেটারিও নিজে বিভিন্ন কর্মসূচিতে যান, আমিই তাকে সহযোগিতা করি। এ সময় প্রতিটি কথার জবাব দেন উম্মে কুলসুম স্মৃতি। এ সময় কেন্দ্রীয় নেতারা স্মৃতির প্রতি বিরক্তি প্রকাশ করেন। আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক তাকে থামার অনুরোধ করেন। এরপর তার সঙ্গেও তর্কে জড়ান স্মৃতি। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরুর বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ  কেন্দ্রের কাছে জমার বিষয়টি উত্থাপন করা হয়। তখন আজম খসরু তার বক্তব্য তুলে ধরেন। এ সময় আওয়ামী লীগের এক যুগ্ম সম্পাদক তাকে বলেন, এখন থেকে আপনি কোনো কমিটি অনুমোদন বা ভাঙার কাজ করতে পারবেন না। সংগঠন করতে হলে শৃঙ্খলা মেনে করতে হবে। সভাপতিকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। সভায় কৃষক লীগ ও জাতীয় শ্রমিক লীগকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের উদ্দেশে তিনি বলেন, আমরা আগামী সেপ্টেম্বর থেকে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নামব। দলের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের মাঠে নামতে হবে। প্রয়োজনে আমরাও যুব-ছাত্র সমাবেশ করব। বৈঠক সূত্র জানায়, সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের থানা-ওয়ার্ডের কমিটি দ্রুত করার তাগাদা দেন। এ সময় উত্তরের নেতারা জানান, তাদের কমিটি প্রস্তুত আছে। এ বিষয়ে দলীয় সভানেত্রীকে তারা অবহিতও করেছেন। অন্যদিকে দক্ষিণের নেতারা দ্রুত কমিটি চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ সম্পাদকের কাছে আর কিছুদিন সময় চান। ওবায়দুল কাদের বলেন, আমি বার বার বলছি, কমিটি করছেন না। আপনারা না পারলে আমরাও ব্যবস্থা নেব।  জানা গেছে, সভায় শোকের মাস আগস্টের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এ সময় এবার শোকের মাসের কর্মসূচি কেমন হবে সে বিষয়ে দিক নির্দেশনা দেন ওবায়দুল কাদের। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সেপ্টেম্বর থেকে আমরা নির্বাচনী মাঠে নামব। আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন মাঠে থাকবে। দলের আরেক সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৈঠকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শোকের মাসের কর্মসূচি ঠিক করা হয়েছে।

সর্বশেষ খবর