বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন সামনে রেখে আসছে ইইউ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাকনির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। ৯ জুলাই ১০ দিনের ঢাকা সফর শুরু করবে ছয় সদস্যের প্রতিনিধি দলটি।

সফরকালে সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীলসমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন তারা। দলটি নির্বাচনী পরিবেশ যাচাই ও আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কি না, সে বিষয়ে সুপারিশ করবে। তাদের সুপারিশের ওপর ভিত্তি করে ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দীর্ঘদিন ধরে তারা এ বিষয়ে সরকারকে তাগিদ দিয়ে আসছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ছয়জন পার্লামেন্ট সদস্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেলকে সম্প্রতি একটি চিঠিও দিয়েছেন। এ কারণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের আসন্ন সফর বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিনিধি দলের সফর সামনে রেখে ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। মোমেন ইইউ প্রতিনিধি দলের ঢাকা সফরকে স্বাগত জানিয়েছেন। এ ছাড়া প্রতিনিধি দলের সফর সামনে রেখে চার্লস হোয়াইটলি ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন।

সর্বশেষ খবর