বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিএনপি নির্বাচনে এলে সংলাপে রাজি : সালমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নির্বাচনে এলে সংলাপে রাজি : সালমান

তত্ত্বাবধায়ক সরকার হবে না জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নির্বাচন হবে সংবিধান মোতাবেক। বিএনপি যদি এটা মেনে নিয়ে নির্বাচনে আসে, তাহলে তাদের সঙ্গে আমরা সংলাপ করতে রাজি আছি। তবে তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাতিল করেছেন, এটা নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।

গতকাল নগরীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টনের সঙ্গে এক বৈঠক শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ জোরদারের লক্ষ্যে বর্তমানে ঢাকা সফরে রয়েছেন নাইজেল হাডলস্টন। গতকাল তিনি সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে সালমান এফ রহমান বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। সরকার নিরপেক্ষ নির্বাচনে কমিটেড। আমাদের ইসি স্বাধীন। অনেক সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হচ্ছে, এটা তার প্রমাণ। আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তারা (বিএনপি) যদি বলেন নির্বাচনে আসবেন, আমরা সংলাপে রাজি। তারা যদি ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করা নিয়ে কথা বলতে চান, আমাদের আপত্তি নেই। কিন্তু তারা ডায়ালগ করবে কেয়ারটেকার সরকার কীভাবে হবে। কেয়ারটেকার সরকার তো হবে না! আমরা তো সেটা বলে দিয়েছি। সংবিধান হয়ে গেছে, আইনটা হয়ে গেছে। এখন এটা নিয়ে আমরা ডায়ালগ করতে পারব না। বাণিজ্য ও ব্যবসা নিয়ে ৯০ শতাংশ কথা হয়েছে জানিয়ে সালমান এফ রহমান বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করা হবে। যুক্তরাজ্য থেকে এয়ারবাস কেনা নিয়ে কথা হয়েছে। জিএসপির পর ডিসিটিএস স্কিম বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্যে নতুন সম্ভাবনা দেখাবে। তিনি বলেন, রাশিয়া, ইউক্রেনের জন্য রোহিঙ্গা ইস্যু আড়ালে গেলেও তা মরে যায়নি। যুক্তরাজ্যসহ বিশ্বদরবারে এটার দিকে জনমত অব্যাহত রাখা ও মিয়ানমারের ওপর চাপ দেওয়ার প্রচেষ্টা থাকার বিষয়ে বৈঠকে কথা হয়েছে। তারা রোহিঙ্গাদের জন্য ১১ মিলিয়ন পাউন্ড দেবে।

সর্বশেষ খবর