বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বৃষ্টি আইনে ১৭ রানে হার টাইগারদের

আসিফ ইকবাল

বৃষ্টি আইনে ১৭ রানে হার টাইগারদের

বৃষ্টির কাছে হেরেছে ক্রিকেট। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে পুরোপুরি হয়নি। খেলা শেষ না হলেও ফল নির্ধারণে অবশ্য বাধা হতে পারেনি বৃষ্টি। তিন, তিনবার বৃষ্টি বাধার ম্যাচে জয়ের হাসি হেসেছে রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, হাশমতউল্লাহ শহিদির আফগানিস্তান। ডিএলএস মেথডে আফগানিস্তান ১৭ রানে জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ৮ জুলাই দ্বিতীয় এবং ১১ জুলাই তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। 

বৃষ্টি মাথায় নিয়েই খেলা মাঠে গড়ায়। বাংলাদেশের ইনিংস বৃষ্টিতে কাটা পড়েছে একবার নয়, দুবার। টাইগারদের রান তাড়া করতে নেমে আফগনিস্তানের খেলা যখন বন্ধ হয়েছে, এরপর আর শুরু হয়নি। মাঠে গড়ায়নি। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বৃষ্টি আইনের শরণাপণœ হয়ে আফগানিস্তানকে জয়ী ঘোষণা করেন। বৃষ্টিতে বাংলাদেশের ইনিংস প্রথম কাটা পড়ে ১৬ নম্বর ওভারের প্রথম বলে (১৫.১ ওভার)। স্কোর কার্ডে রান তখন ৩ উইকেটে ৯৪। পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হয়। দ্বিতীয়বার স্কোর ৩৪.৩ ওভারে ৭ উইকেটে ১৪৭, তখন ফের বন্ধ হয়। খেলা শুরু হলে ৭ ওভার কার্টেল হয় টাইগারদের ইনিংসে। বৃষ্টি আইনে আফগনিস্তানকে টার্গেট দেওয়া হয় ১৬৪ রান। ২১.৪ ওভারে ২ উইকেটে ৮৩ রান তুললে বন্ধ হয়ে যায় খেলা। এরপর আর খেলা হয়নি।     

দুই ধাপে হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। ঈদের আগে প্রথম ধাপে হয়েছে টেস্ট। মিরপুরে একমাত্র আফগানদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। ৫৪৬ রানের আকাশসমান ব্যবধানের ইতিহাসগড়া জয় পায় টাইগাররা। সেই আত্মবিশ্বাস এবং পূর্ণ শক্তির দল নিয়ে গতকাল প্রথম ওয়ানডে খেলেছে তামিম বাহিনী। পীঠের ব্যথায় টেস্ট খেলেননি। ওয়ানডে খেলছেন এবং নেতৃত্ব দিচ্ছেন তামিম। অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিলেন তামিম। চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়াডেতে আঙুলে ব্যথা পেয়েছিলেন সাকিব আল হাসান। ছয় সপ্তাহের বিশ্রাম শেষে ফিরেছেন সকিব। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ। কিন্তু ওপেনিং জুটিতে তামিম ও লিটন ৩০ রানের বেশি যোগ করতে পারেননি। অধিনায়ক তামিম ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন ফারুকির বলে। ম্যাচসেরা ফারুকির বলে এ নিয়ে টানা চার ম্যাচে আউট হয়েছেন টাইগার অধিনায়ক। ড্যাসিং ব্যাটার লিটন ৩৫ বলে ২৬ রান করে ম্যাচে মুজিবের প্রথম শিকার। মিরপুর টেস্টের উভয় ইনিংসে জোড়া সেঞ্চুরি হাঁকানো নাজমুল হোসেন শান্ত ১৬ বলে ১২ রান করে সুইপ খেলতে গিয়ে আউট হন নবীর বলে। সাকিব ফেরেন নবীর দুর্দান্ত এক ক্যাচে ব্যক্তিগত ১৫ রানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর