বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সংকট সমাধানে সংলাপের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

সংকট সমাধানে সংলাপের বিকল্প নেই

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের বিকল্প নেই। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনজীবনে ভয়ভীতি ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। হরতাল-অবরোধ বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়াও দেশে নাজুক অবস্থা বিরাজ করছে। এটা কোনো দলেরই কাম্য হওয়া উচিত নয়। পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ সংলাপ। গতকাল রাজধানীর গুলশানে রুহুল আমিন হাওলাদারের বাসায় উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রুহুল আমিন হাওলাদার বলেন, নির্বাচনী সংকট সমাধানে জাতীয় নেতাদের এক টেবিলে বসে সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে বের করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে আন্তরিকতার সঙ্গে। জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের উন্নয়ন এবং কল্যাণে কাজ করবে এটাই দেশবাসীর প্রত্যাশা। রাজনীতি মানব কল্যাণে নিবেদিত হওয়া উচিত। তিনি বলেন, উন্নয়ন ও সুশাসনের কথা মানুষ মনে রাখে। এইচ এম এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তনসহ অনেক উন্নয়ন করেছেন। মানুষ কৃতজ্ঞতার সঙ্গে এরশাদ শাসনামলে স্বর্ণযুগের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ক্ষমতার প্রতিযোগিতায় সীমা লঙ্ঘন করা উচিত নয়। ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের আজকের রাজনীতির জন্য গর্ব করতে পারে এমন অবদান রেখে যেতে চাই। এটাই সবার কাম্য হওয়া উচিত।

সর্বশেষ খবর