বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পঞ্চায়েত নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক সহিংসতা

প্রতিদিন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। এ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই মনোনয়নপত্র দাখিল করার দিন থেকেই রক্তপাত ও মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। গতকালও নির্বাচন কেন্দ্র করে হামলায় নিহত হয়েছেন এক শিক্ষার্থী। উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায় তৃণমূল কংগ্রেস কর্মীর স্কুলপড়ুয়া এই শিক্ষার্থী বোমা হামলায় নিহত হয়েছেন। সূত্র : এনডিটিভি।

জানা গেছে, উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায় গাংহাটি গ্রামে তৃণমূল কংগ্রেসের মিছিলে যোগ দিয়েছিলেন          একাদশ শ্রেণির ছাত্র ইমরান হাসান। তার বয়স ১৭ বছর। মিছিল শেষে বাবার সঙ্গে বাড়ি ফিরছিলেন ইমরান। সে সময়ই তাদের লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় গুরুতর জখম হয় ইমরান হাসান। সঙ্গে সঙ্গে তাকে দেগঙ্গা ব্লকের বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা রণক্ষেত্রে রূপ নেয়। অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইমরান হাসানের বাবা মোহাম্মদ হালিম বলেন, যারা বোমা ও গুলি চালিয়েছে তারা সবাই সিপিএম ও আইএসএফ কর্মী। আমি দোষীদের কঠোর শাস্তি চাই। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ হবে ৮ জুলাই। এ নির্বাচনকে ঘিরে অশান্ত হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন স্থানে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধী বিজেপি, কংগ্রেস, বাম দল ও আইএসএফের (ইন্ডিয়ানসেক্যুলার ফ্রন্ট) সংঘর্ষ হচ্ছে। সোমবারও সংঘর্ষ হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে। এ সময় নিহত হন তৃণমূল কংগ্রেসের এক কর্মী। গত ৯ জুন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমার দিন থেকে এ পর্যন্ত ২৫ দিনে এই রাজ্যের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও বোমার আঘাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের খড়গ্রাম, ভাঙর, নবগ্রাম, কোচবিহার, চোপড়া, পুরুলিয়া, বেলডাঙ্গা, বাসন্তী, হাড়োয়া ও দিনহাটায় নিহত হওয়ার এসব ঘটনা ঘটে।

সর্বশেষ খবর