শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
মাশরাফি বললেন

এ দেখাই শেষ দেখা নয়

ক্রীড়া প্রতিবেদক

তামিম ইকবাল আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের মাঝপথে হঠাৎ করেই ক্রিকেটকে বিদায় বলে দেন। তার এ ঘোষণায় পুরো দেশই অবাক হয়ে যায়। অনেকে কারণ অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়েন। অনেকে অনুরোধ করতে থাকেন ক্রিকেটে ফিরে আসার জন্য। তবে তামিম নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার কথা জানালেন তামিম। গতকাল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে গণভবনে যান তামিম। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এ বৈঠকে পরে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মাশরাফি। যাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল তামিম-মাশরফি এবং তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকা। ক্যাপশনে মাশরাফি লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাআল্লাহ’। তামিম অবসর ভাঙার পেছনে মাশরাফির অবদানের কথা স্বীকার করে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর