শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
পাপন বললেন

অধিনায়ক ছাড়া খেলব কীভাবে

ক্রীড়া প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার হঠাৎ করেই ক্রিকেট ছাড়ার কথা বলেন তিনি। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বৈঠক করেন তামিম। এ সময় সঙ্গে ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং তামিমের সহধর্মিণী আয়েশা ইকবাল। পরবর্তীতে সে বৈঠকে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। তামিমের ফিরে আসার খবরে বেশ স্বস্তি পেয়েছেন পাপন।

বৈঠকের পর তামিমের ফেরা নিয়ে পাপন বলেন, ‘এটা সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়কই যদি না থাকে আমরা খেলব কীভাবে!’ তামিম ইকবালের একটা চিঠি পেয়েছে বিসিবি। সেখানে সময় চেয়েছেন তিনি। তামিমের চিঠি নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আজকে একটা (চিঠি) এসেছে। যেহেতু সে (তামিম) শারীরিক ও মানসিকভাবে এখনো ফিট না, সে জন্য সে দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাসে সে পুনর্বাসন করে আশা করছি শিগগিরই আমাদের ক্রিকেটে ফিরে আসবে।’ অবসরের ঘোষণা দেওয়ার পর পরই পাপন মিডিয়াকে জানিয়েছিলেন, তামিম ফিরলে তিনি আনন্দিত হবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর