শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশের বিপক্ষে খেলা কঠিন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে খেলা কঠিন

দ্বিতীয় ধাপে ঢাকায় পা রেখেই আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি জানিয়েছিলেন, বাংলাদেশে জিততে এসেছেন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বৃষ্টি আইনে ১৭ রানে জিতে এগিয়ে গেছে আফগানিস্তান। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে। গতকাল মিডিয়ার মুখোমুখিতে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ নয়। প্রথম ম্যাচে আমরা ড্রেসিংরুমে খুবই আত্মবিশ্বাসী ছিলাম। সিরিজে আমরা ভালো করব, আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।’ আফগানিস্তান টেস্ট হারলেও ওয়ানডেতে শক্তিশালী দল নিয়ে খেলছে। আফগান অধিনায়ক তামিম ইকবালের হঠাৎ অবসর প্রসঙ্গে বলেন, ‘তামিম অবশ্যই বাংলাদেশের বড় খেলোয়াড় ছিলেন। অভিজ্ঞ অধিনায়ক এবং অনেকদিন ধরে খেলছিলেন তিনি। তার অনুপস্থিতি আমাদের জন্য বাড়তি সুবিধা। আমরা কালকের ম্যাচের দিকে তাকিয়ে এবং সেখানে নজর দিচ্ছি। আপনি বলতে পারেন সিরিজের মাঝে চলে যাওয়া সবার কাছেই চমকের মতো ছিল। সে ভালো ও দয়ালু মানুষ। আমি তাকে অনেক সম্মান করি।’ অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে পুনরায় ক্রিকেটে ফিরেছেন তামিম। যদিও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাকি দুটি ওয়ানডে খেলবেন না। গত বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ১৭ রানে হারিয়েছিল আফগানিস্তান। এর মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন রশিদ খানরা। তবে এ মুহূর্তে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে আফগানিস্তানের লক্ষ্য সিরিজ জয়।

সর্বশেষ খবর