রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ আফগানদের

ক্রীড়া প্রতিবেদক

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ আফগানদের

বাউন্সার সামলাচ্ছেন সাকিব আল হাসান -এএফপি

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০ ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক গড়েছেন মুশফিকুর রহিম। সাবেক টাইগার অধিনায়কের মাইলফলকের দিনটিতে উচ্ছ্বাস করেছে আফগানিস্তান। উৎসব করেছেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ২৫৬ রানের রেকর্ড জুটি গড়ে। যা দেশটির ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি। গুরবাজ-জাদরান জুটির রেকর্ডের ম্যাচটি ১৪২ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষটি ১১ জুলাই। আফগানিস্তান এই প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের বিপক্ষে। ২০১৬ ও ২০২২ সালের সিরিজ দুটি (২-১) জিতেছিল বাংলাদেশ। টাইগাররা গতকাল খেলেছে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে ছাড়া। প্রথম ওয়ানডের পরের দিন হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম। অবশ্য পরের দিন তিনি অবসর প্রত্যাহার করে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে। তার অনুপস্থিতিতে দলকে সিরিজে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। টার্গেট ৩৩২ রান। সিরিজে সমতা আনতে পাহাড়সমান রান তাড়া করে জিততে হতো লিটন বাহিনীকে। ক্রিকেট ইতিহাসে এত বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই টাইগারদের। নিজেদের ক্রিকেট ইতিহাসে তিনশোর্ধŸ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড সাকল্যে ৬টি। সর্বোচ্চ জয় ৩২২ রান। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের টার্গেট বাংলাদেশ টপকেছিল ৪৮.১ ওভারে চার হাফসেঞ্চুরিতে। ৩৩২ রানের টার্গেটে বাংলাদেশ ৪৩.২ ওভারে ১৮৯ রান করে। সর্বোচ্চ ৬৯ রান করেন মুশফিক। ৮৯ বলের ইনিংসটি তার ২৫০ ওয়ানডে ক্যারিয়ারের ৫৭ নম্বর হাফসেঞ্চুরি।   আফগানিস্তানের বিপক্ষে এর আগে দুটি ওয়ানডে সিরিজ খেলে দুটিই জিতেছে টাইগাররা। এবার তৃতীয় সিরিজ খেলছে। চলতি সিরিজের প্রথমটিতে হারে বৃষ্টি আইনে ১৭ রানে। গতকালের ম্যাচটি ছিল সিরিজে ফেরার। খেলেননি তামিম। তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন লিটন। তিনি এর আগেও নেতৃত্ব দিয়েছেন। গত ডিসেম্বরে তার অধিনায়কত্বে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করে টাইগাররা। উইকেটের সবুজ ঘাস ও বাউন্সের সহায়তা নিতে পারেননি টাইগার বোলাররা। আফগান দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ২৫৬ রানের রেকর্ড জুটি গড়েন। যা ওয়ানডে ক্রিকেট ইতিহাস বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। টাইগারদের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি ২৮২ রান, হাশিম আমলা ও কুইন্টন ডি ককের। ওয়ানডেতে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি ৩৬৫ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ও জশুয়া ক্যাম্পবেল গড়েছিলেন রেকর্ডটি।  আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে দুইশোর্ধŸ রানের জুটি রয়েছে এটা। যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রান। গুরবাজের ২০ ওয়ানডে ক্যারিয়ারের এটা চতুর্থ সেঞ্চুরি এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে গুরবাজ অপরাজিত ছিলেন ১০৬ রানে। গতকাল ১৪৫ রানের ইনিংসটি খেলেন ১২৫ বলে ১৩ চার ও ৮ ছক্কায়। জাদরান কাটায় কাটায় ১০০ রান করে সাজঘরে ফিরেন। ১৩ ওয়ানডে ক্যারিয়ারে এটা তার চতুর্থ সেঞ্চুরি। ১১৯ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার ও একটি ছক্কা।                                        

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর