সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা দিতে হবে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, যাদের ব্যর্থতা ও সমন্বয়হীনতায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া, সরকারি ও বেসরকারি হাসপাতালে সরকারি সহায়তায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ বছর স্বাস্থ্য অধিদফতরের প্রাক-বর্ষ জরিপে রাজধানীর ৯৮টি ওয়ার্ডের মধ্যে ৫৫টিই ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। যা ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা সৃষ্টি করেছে। সাধারণ মানুষের অভিযোগ, সরকারের পক্ষ থেকে মশক নিধনে কার্যকর পদক্ষেপ নেই। লোক দেখানো ওষুধ ছিটানো হয়। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ওষুধের কার্যকারিতা নিয়েও সাধারণ মানুষের মাঝে সন্দেহ আছে। ডেঙ্গু পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণ না করা গেলে ভবিষ্যতে এর পরিণাম আরও ভয়াবহ হবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের এমনিতেই হিমশিম অবস্থা। তাই বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর