শিরোনাম
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কী কারণে তথ্য ফাঁস

কী কারণে তথ্য ফাঁস

সরকারি দফতর থেকে দেশের নাগরিকদের তথ্য ফাঁস হওয়ার তোলপাড়ের ঘটনায় সাইবার বিশেষজ্ঞরা বলেছেন, তথ্য ফাঁস তখনই হয় যখন সিস্টেমে দুর্বলতা থাকে। তথ্য সংরক্ষণে আমাদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়নি। নজরদারির অভাবেই এমনটি ঘটেছে। নাগরিকদের তথ্য ফাঁস হলে বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। সাইবার বিশেষজ্ঞরা বাংলাদেশ প্রতিদিনকে গতকাল এসব কথা বলেন। তাদের মতে, নাগরিকদের এসব তথ্য সংরক্ষণে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের দক্ষতা ও সচেতনতার অভাবেই এমন ঘটনা ঘটেছে। এ জন্য সেবা প্রদানকারী সংস্থাগুলোকে নতুনভাবে সেবাগ্রহীতাদের আইডেনটিটি ভ্যালিডেশনের কাজে নতুনত্ব আনতে হবে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন জিন্নাতুন নূর

সিস্টেমে দুর্বলতা থাকলেই তথ্য ফাঁস হয়

প্রযুক্তির উন্নয়ন সময়ের সঙ্গে হয়নি

নজরদারির অভাবে এমন হয়েছে

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর