শিরোনাম
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জনগণ এ সরকারকে ভোট দেবে না

নিজস্ব প্রতিবেদক

জনগণ এ সরকারকে ভোট দেবে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, শেখ হাসিনা যদি সোনা দিয়ে দেশকে মুড়িয়েও দেন, তবু জনগণ এ সরকারকে ভোট দেবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও আন্তর্জাতিক চাপ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ’ এই আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুহুল আমিন রোকন। প্রধান বক্তা ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। বেগম সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল করেছিল। বাসে আগুন লাগিয়ে অগ্নিসন্ত্রাস করেছিল। ১১ জনকে হত্যা করেছিল। কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে দোষ চাপায়। আসলে সন্ত্রাসী কারা? সন্ত্রাসী হচ্ছে আওয়ামী লীগ। প্রধান বক্তা জহির উদ্দিন স্বপন বলেন, ২০১৮ সালের নির্বাচনে রাষ্ট্র, প্রশাসন, সরকার সবাইকে ব্যবহার করে নির্বাচনী ব্যবস্থাকে হাইজ্যাক করা হয়েছে। গত দুই জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রহসন করেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ সংসদ সদস্য বিজয়ী হওয়ায় প্রমাণ হয়েছে দেশের মানুষ নির্বাচন বর্জন করেছিল। এসব কারণে এই সরকারের অধীনে নির্বাচনী আলোচনা টেকে না। এমন সরকারের অধীনে আর যাই হোক নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।

সর্বশেষ খবর