বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা
ফের রাজপথে মুখোমুখি

পল্টন থেকেই এক দফা ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

পল্টন থেকেই এক দফা ঘোষণা বিএনপির

আজ রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির সমাবেশ থেকে সরকার পতনে এক দফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দেবে বিএনপি। এক দফার পাশাপাশি আন্দোলনের নতুন কর্মসূচিও ঘোষণা করবে দলটি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ ঘোষণা দেওয়ার কথা রয়েছে। যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও জোট আলাদাভাবে এই এক দফা আন্দোলনের ঘোষণা  দেবে। এক দফা আন্দোলনে হরতাল, অবরোধ, অসহযোগ, ঘেরাওসহ লাগাতার নানা কর্মসূচির প্রস্তাব রয়েছে। ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির কথাও আলোচনা হয়েছে। তবে বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে যেতে চায় না। মানববন্ধন ও সমাবেশের মতো অহিংস কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করতে চায়। পরিস্থিতি বাধ্য করলে কঠোর কর্মসূচিতে যাবে দলটি। গণতন্ত্র মঞ্চসহ সমমনা জোট ও দলগুলোর পক্ষ থেকে এসব বিষয় নিয়ে বিএনপির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে একমত পোষণ করা হয়েছে। এ জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপিসহ সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে এসব তথ্য।

জানা গেছে, আজকের এ সমাবেশ থেকে আওয়ামী লীগ সরকারকে আহ্বান জানানো হবে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের। সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করলে রাজপথের আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি উচ্চারণ করে দেওয়া হতে পারে আলটিমেটাম। পাশাপাশি দেশবাসীর প্রতি জাতীয় জীবনের বৃহত্তর কল্যাণে ‘স্বল্প সময় কষ্ট স্বীকার করার জন্য’ আহ্বান জানানো হতে পারে। সমমনা রাজনৈতিক দলগুলো একই দিনে যুগপৎ এসব কর্মসূচি পালন করবে। নয়াপল্টনের সমাবেশ ঘিরে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি থানা-ওয়ার্ডে কর্মিসভাসহ নগর কমিটিগুলো দফায় দফায় প্রস্তুতি সভা করেছে। ঢাকা জেলা ও আশপাশের জেলার নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে সর্বোচ্চ লোকসমাগম করতে। একই নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানীর থানা ও ওয়ার্ডের নেতাদেরও। প্রতিটি এলাকায় গতকাল মাইকিং করে দলীয় কর্মী-সমর্থকসহ সর্বস্তরের মানুষকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে বরাবরের মতো গতকালও রাজধানীর আশপাশের এলাকা থেকে ঢাকামুখী বাসসহ পাবলিক পরিবহন চলাচল ছিল সীমিত। এ ব্যাপারে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সড়ক পরিবহন চলাচল নিয়ন্ত্রণ এবং ঢাকাসহ সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে বলে অভিযোগ করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের (ভার্চুয়ালি) সভাপতিত্বে সাম্প্রতিক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা আন্দোলনের সিদ্ধান্তসহ সার্বিক পরিস্থিতি অবহিত করেন। যুগপৎ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফা, যৌথ ঘোষণার লক্ষ্যে আজ বুধবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি ছাড়াও সমমনা বিভিন্ন দল ও জোট বিভিন্ন স্থানে নিজ নিজ উদ্যোগে সমাবেশের আয়োজন করবে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিকাল ৪টায়, ১২ দলীয় জোট ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বেলা ৩টায়, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগর পানির ট্যাঙ্ক-সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে বেলা ৩টায়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ে বেলা ৩টায়, গণফোরাম মতিঝিলে নিজস্ব কার্যালয়ের সামনে (নটর ডেম কলেজের বিপরীতে) বেলা ৩টায়, গণ অধিকার পরিষদ (নূর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ৩টায়, গণ অধিকার পরিষদ (ড. রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবে বেলা ৩টায়, গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবে বেলা ৩টায়, বাংলাদেশ লেবার পার্টি ৮৫/১ নয়াপল্টন মসজিদ গলিতে দলীয় কার্যালয়ে (তৃতীয় তলা) বেলা ৩টায়, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ৩টায় এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাতীয় প্রেস ক্লাবে বেলা ৩টায় কর্মসূচি পালন করবে। জানা গেছে, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এ সমাবেশে বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান এ প্রসঙ্গে বলেন, এক দফাসহ নতুন কর্মসূচির ঘোষণা আসছে। নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের সঙ্গে আর কোনো প্রতারণা করতে দেওয়া হবে না। এর মাধ্যমে গণ অভ্যুত্থান গড়ে তুলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে ইনশা আল্লাহ।

সর্বশেষ খবর