বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয়জয়কার

দীপক দেবনাথ, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের জয়জয়কার ঘটেছে। গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের সবটিতেই বড় ধরনের জয় পেয়েছে তারা। তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের মোট ৬৩২২৯ আসনের মধ্যে ৪২১২২টিতে, পঞ্চায়েত সমিতির ৯৭৩০ আসনের মধ্যে ৫২৬৩টিতে এবং জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ৫২৬টিতে জয় পেয়েছে। ৩৪১টি পঞ্চায়েত সমিতির মধ্যে তৃণমূল ৩১৭, বিজেপি ৬, বামফ্রন্ট ২ এবং অন্যরা ১৬টিতে জয়লাভ করেছে। আর ২০ জেলা পরিষদের সবকটিতে জয় পেয়েছে তৃণমূল। এই জয়ের পর এক ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গের তৃণমূল দলীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘গ্রাম বাংলায় তৃণমূলের জয়জয়কার। তৃণমূলের প্রতি জনগণের ভালোবাসা, আবেগ ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। এই রাজ্যের জনগণের হৃদয়ে শুধু তৃণমূল, এ নির্বাচন তা প্রমাণ করেছে।’ গত মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এ নির্বাচনে গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের ৭৪ হাজারেরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়। সোমবার এ নির্বাচনে ভোট গ্রহণের সময় বেশ কয়েকটি  কেন্দ্রে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, এতে অন্তত ১৫ জন নিহত হন। গোলযোগ ও বিভিন্ন অভিযোগের কারণে ৬৯৬টি কেন্দ্রে ফের ভোট গ্রহণ করা হয়। গত মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের দিনই শান্তির কবিতা লেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় সেই কবিতা প্রকাশ হয়েছে। এদিন বিকালে রাজ্যের সচিবালয় নবান্ন থেকে সংবাদ সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কবিতাবিতানে আমার যত কবিতা দেখবেন- তার অধিকাংশই আমি শান্তি, সম্প্রীতি, সংহতি, সংস্কৃতি, সভ্যতা নিয়ে। কারণ এটাই আমার প্রিয়। নমনীয়তাই জীবনের অলংকার।’ কয়েক দিনের সহিংসতার ঘটনার ব্যাপারে মমতা ব্যানার্জি বলেন, ‘আমি দুঃখিত যে কিছু বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। যে জায়গাগুলোতে এ ঘটনা ঘটেছে সেগুলো আজ থেকে নয় গত ২৫-৩০ বছর ধরে ওই জায়গাগুলোতে গন্ডগোল হয়। মুর্শিদাবাদের ডোমকলে গন্ডগোল হয়েছে আমাদের কর্মীরা মারা গেছেন। ভাঙ্গড়ে গন্ডগোল হয়েছে সেখানে বিরোধীরা করেছে। আমরা তো ওখানে জিতিনি, আমাদের আসনটা ওরা (আইএসএফ) ছিনিয়ে নিয়েছে। রাজ্যের প্রায় ৭১ হাজার বুথে ভোট হয়েছে। কিন্তু বড়জোর সাতটি বুথে এ ঘটনা ঘটেছে। এগুলোকে ঘটানো হয়েছে।’ তিনি আরও জানান, ‘পঞ্চায়েত ভোটে তৃণমূল জয় পেলেও আগামী একুশে জুলাই কোনো সেলিব্রেশন হবে না। ওই দিনটিকে আমরা শ্রদ্ধা দিবস হিসেবে পালন করব।’ এমনকি নিহতদের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এদিকে মঙ্গলবারের পর গতকালও রাজ্যের একাধিক জেলায় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে ভোট গণনা চলেছে। তবে তাতে তৃণমূলের জয় নিশ্চিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর