বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কেনাকাটায় অনিয়মের অভিযোগ সাবেক স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

কেনাকাটায় অনিয়মের অভিযোগ সাবেক স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য খাতের প্রধান সমস্যা অব্যবস্থাপনা ও কেনাকাটায় দুর্নীতি। এ দুর্নীতি অবশ্যই বন্ধ করা সম্ভব। কিন্তু স্বাস্থ্য খাতে যে ব্যবস্থাপনা রয়েছে এর ভিতর দিয়ে তা সম্ভব নয়। এ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। তাই স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন জরুরি। এফডিসিতে গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে এক ছায়া সংসদে সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, এমপি এসব কথা বলেন। ডা. রুহুল হক আরও বলেন, সেন্ট্রাল হাসপাতালে আঁখি ও তার নবজাতক সন্তানের মৃত্যু খুবই দুঃখজনক। নবজাতক ও তার মা আঁখির মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে। তবে খুনিরা যদি জামিন পেতে পারে তাহলে সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় যে দুই চিকিৎসক জেলহাজতে রয়েছেন তাদেরও জামিন পাওয়া উচিত। কারাগারে আটক রেখে এ সমস্যার সমাধান করা যাবে না। ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এ প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম স্বাস্থ্য খাত। বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে রয়েছে স্বাস্থ্য খাতের প্রধান মাফিয়ারা। ‘হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতাই স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে প্রাইম ইউনিভার্সিটির বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর