বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অভিন্ন কর্মসূচি সমমনা ৩৬ দলের

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে ‘এক দফা’ ঘোষণা করেছে বিএনপি। গতকাল রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এক দফার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দাবিতে বিএনপির সঙ্গে আন্দোলনরত সমমনা ৩৬টি দল অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিতে রয়েছে ১৮ জুলাই ঢাকা মহানগরীসহ সারা দেশে মহানগরী ও জেলা পর্যায়ে পদযাত্রা। সেদিন ঢাকা মহানগরীতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এবং ১৯ জুলাই বুধবার ঢাকা মহানগরীতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা উত্তরার আবদুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা।

গণতন্ত্র মঞ্চ : সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। একই সঙ্গে যুগপৎ ধারার অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক। উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

১২-দলীয় জোট : গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা কর্মসূচি ঘোষণা করেন। এ সময় জাতীয় পার্টির (জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার, মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকনসহ জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট : জোটের প্রধান সমন্বয়কারী সাইদুর রহমান গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত সমাবেশে সভাপতির এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় বক্তব্য দেন জোটের কেন্দ্রীয় নেতা মাইনুদ্দিন মজুমদার, এম নাজমুল হাসান, সৈয়দ মো. ওমর ফারুক পীর সাহেব, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, আবু হানিফ, আতিকুর রহমান প্রমুখ।

জাতীয়তাবাদী সমমনা জোট : জোটের সমন্বয়কারী এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ গতকাল রাজধানীর পুরানা পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, বিকল্পধারার মহাসচিব অ্যাডভোকেট শাহ মো. বাদল, সাম্যবাদী দলের মহাসচিব ডা. নুরুল ইসলাম, মাইনরিটি পার্টির সভাপতি সুকৃতি মন্ডল প্রমুখ।

বাংলাদেশ লেবার পার্টি : গতকাল নয়াপল্টনে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। এ সময় জহুরা খাতুন জুঁই, মোসলেম উদ্দিন, আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) : গতকাল রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) : রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে আয়োজিত সমাবেশ থেকে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি কারি মোহাম্মদ আবু তাহের। বক্তব্য দেন জামিল হোসেন, কাজী আবুল খায়ের, মাসুদ হোসেন, শেখ ওসমান গনি বেলাল প্রমুখ।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) : সংগঠনের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করেন।

গণ অধিকার পরিষদ (নূর) : পল্টনে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে সরকার পতনের এক দফা কর্মসূচিতে সম্মতির কথা জানায় নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। এ সময় গণ অধিকারের নতুন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

গণ অধিকার পরিষদ (রেজা) : সংগঠনের যুগ্ম-আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এক দফার প্রতি সমর্থন জানান। এ সময় যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংহতি মঞ্চ : এক দফা আন্দোলনে বিএনপির সঙ্গে মাঠে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় সংহতি মঞ্চ। গতকাল রাজধানীর ফকিরাপুলের কেন্দ্রীয় কার্যালয়ে সভায় মঞ্চের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক সিদ্দিকুর রহমান, মুফতি কামরুল ইসলাম, মাওলানা কবির আহমদ, মুফতি ওমর ফারুক, মাওলানা যোবায়ের হোসেন প্রমুখ।

গণফোরাম (মন্টু) : সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী গতকাল নটর ডেম কলেজের বিপরীতে গণফোরাম চত্বরে আয়োজিত সমাবেশে এক দফা কর্মসূচি ঘোষণা করেন। এ সময় বাবুল সরদার চাখারী, মো. আবদুল কাদেরসহ নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর