শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দুই দলই মরিয়া

আজ টি-২০ সিরিজ শুরু

ক্রীড়া প্রতিবেদক

দুই দলই মরিয়া

সিলেটে গতকাল দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টি মাথায় অনুশীলন করেছেন বাংলাদেশ ও আফগনিস্তানের ক্রিকেটাররা। আজ দুই দলের দুই ম্যাচের টি-২০ সিরিজ শুরু। সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম ম্যাচ। আবহাওয়া জানাচ্ছে, বৃষ্টিতে বাধাগ্রস্ত হতে পারে ম্যাচটি। দুই দলই ম্যাচটি গুরুত্বের সঙ্গে নিয়েছে। টাইগার টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের ভাবনায় শুধু ম্যাচ এবং নিজেদের উন্নতি, ‘প্রতিপক্ষ দলে কোন ক্রিকেটার খেলছেন, এ নিয়ে আমরা বাড়তি ভাবনায় নেই। আমরা নিজেদের নিয়ে ভাবতে চাইছি। যখনই আমরা নিজেদের উন্নতির কথা ভাবি, আমাদের পারফরম্যান্সের কথা ভাবি, তখনই আমরা ভালো ফল করি।’ প্রতিপক্ষ আফগানিস্তান। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের মূল প্রতিপক্ষ ছিলেন তিন আফগান বোলার রশিদ খান, মুজিব উর রেহমান ও ফজলহক ফারুকি। তিন বোলারই টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশের বোলার। লেগ স্পিনার রশিদ এক নম্বর, ফারুকি দুই নম্বরে এবং নয় নম্বরে মুজিব। টাইগার অধিনায়ক এদের নিয়ে বাড়তি ভাবনায় না থাকলেও বাংলাদেশের মূল প্রতিপক্ষ এই তিন বোলারই। টাইগাররা ওয়ানডে সিরিজ হেরেছে মূল তিন বোলারের পারফরম্যান্সের বিপক্ষে সাবলীল খেলতে না পেরে। টেস্ট, ওয়ানডে ও টি-২০- তিন ফরম্যাটের মধ্যে টি-২০ ফরম্যাটেই শক্তিমত্তায় এগিয়ে আফগানিস্তান। দুই দলের পরিসংখ্যানও সেটা বলে। ৯ ম্যাচে বাংলাদেশের জয় ৩টি এবং আফগানিস্তানের জয় ৬টি। দুই দল এবার নিয়ে তৃতীয়বার টি-২০ সিরিজ খেলছে পরস্পরের বিপক্ষে। ২০১৮ সালে প্রথমবার ভারতের দেরাদুনে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল দুই দল। ৩ ম্যাচে টাইগারদের হারের ব্যবধান ছিল যথাক্রমে ৪৫ রান, ৬ উইকেট ও ১ রানে। এরপর ২০১৯ সালে দ্বিতীয়বার সিরিজ খেলে। সিরিজের প্রথম ম্যাচ মিরপুরে জিতেছিল আফগানিস্তান এবং চট্টগ্রামে সমতা এনেছিল বাংলাদেশ।

এবার তৃতীয়বার সিরিজে মুখোমুখি হচ্ছে। সিলেটে আজ নামছে ওয়ানডে সিরিজ হারের তিক্ত স্বাদ নিয়ে। এ ছাড়া টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের হঠাৎ অবসরের বিষয়টি দলের ওপর প্রভাব বিস্তার করেছে। তামিমের বিষয়টি অবশ্য মানতে রাজি নন টি-২০ অধিনায়ক সাকিব, ‘দেখেন বাইরে থেকে অনেক কিছু অনেকরকম মনে হতে পারে। ড্রেসিংরুমে আমার কাছে মনে হয়নি আমরা কখনো আনসেটেলড ছিলাম। কিংবা এখনো আছি। সব সময় আমি মনে করি পরিবেশ ভালো আছে।’       

সর্বশেষ খবর