শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিএনপির সঙ্গে বৈঠক কানাডীয় কূটনীতিকদের

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত কানাডীয় কূটনীতিকরা গতকাল বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে কানাডার পক্ষ থেকে বলা হয়েছে, তারা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। যার মাধ্যমে দেশের মানুষ তাদের ইচ্ছামতো ভোট দিয়ে নিজেদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করতে পারেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, কানাডা আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশে। আমীর খসরু বলেন, যুক্তরাষ্ট্রের মতো কানাডাও বাংলাদেশের পরিস্থিতি, আগামী নির্বাচন ঘিরে সার্বিক বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করছে। এর আগে দুপুর ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে কানাডা হাইকমিশনের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর