শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মার্কিন প্রতিনিধি দলের সফর ইতিবাচক

---- শমসের মবিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রতিনিধি দলের সফর ইতিবাচক

সাবেক পররাষ্ট্র সচিব ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী বলেছেন, মার্কিন প্রতিনিধি উজরা জেয়া এবং ডোনাল্ড লুর সফর  দেশের জন্য ইতিবাচক হয়েছে। তাদের সঙ্গে জাতীয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের আলোচনা হয়েছে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার কথা বলেছেন তারা। শ্রমঅধিকার ও নারীর অধিকার নিয়ে কথা বলেছেন। আমাদের দেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেছেন। এ বিষয়ে তারা বলেছেন- ‘আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়েছে। প্রধানমন্ত্রী তাদের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে বলে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রীর এই আশ্বাসকে তারা সাধুবাদ জানিয়ে বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন একান্তভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সে নির্বাচন কীভাবে হবে কিংবা কে অংশ নেবে কি নেবে না- সেটিও তাদের অভ্যন্তরীণ বিষয়। গতকাল সদ্য শেষ হওয়া মার্কিন দুই প্রতিনিধির বাংলাদেশ সফরের বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক সংলাপের বিষয়ে তারা বলেছেন, সংলাপ হলে ভালো। তবে সেটিও বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এ ছাড়া ইন্দোপ্যাসিফিক বিষয়েও আলোচনা হয়েছে। রোহিঙ্গা বিষয়ে তারা আর্থিক সহায়তাও করেছেন। তবে এ বিষয়ে তারা বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- বাংলাদেশে থাকা রোহিঙ্গারা স্বেচ্ছায় মিয়ানমারে যেতে চায় কিনা? কারণ সে ধরনের পরিবেশ মিয়ানমারে তৈরি হয়েছে কিনা?

সর্বশেষ খবর