শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা
শ্রমিক নেতা শহিদুল হত্যা

কক্সবাজার থেকে সেই বাবুল গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

গাজীপুরে আলোচিত শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যা মামলার এক আসামিকে কক্সবাজারে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ভোরে আকাশ আহমেদ বাবুল নামের ওই ব্যক্তিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১৫ এর একটি দল। গ্রেফতার বাবুল আলোচিত সেই হত্যা মামলার দুই নম্বর আসামি বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

নিহত শহিদুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের  গাজীপুর জেলার সভাপতি ছিলেন। গত ২৫ জুন শ্রমিকদের বেতন-ভাতা আদায়ে দুই শ্রমিক নেতাকে সঙ্গে নিয়ে গাজীপুরের টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডে গিয়েছিলেন শহিদুল ইসলাম। কারখানা থেকে বেরিয়ে কিছুদূর যাওয়ার পর তাদের ওপর হামলা হয়, তাতে প্রাণ যায় শহিদুলের। এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেফতারে শুরু থেকেই তৎপর ছিল আইন প্রয়োগকারী সংস্থা। আন্তর্জাতিক উদ্বেগ থাকার কারণে সরকারের উচ্চ পর্যায় থেকেই বিষয়টি মনিটরিং করা হয়। এর আগে ৯ জুলাই এ মামলার ছয় নম্বর আসামি মো. হানিফকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। আর ১২ জুলাই রাতে গ্রেফতার হন রাইসুল ইসলাম ওরফে রাতুল, মো. জুলহাস আলী, সোহেল হাসান ওরফে সোহাগ এবং শাহীনুর ইসলাম ওরফে শাহীন। তারা সবাই টঙ্গীর সাতাইশ ও সাতাইশ চৌরাস্তা এলাকায় থাকেন, সেখানে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। বাবুলকে গ্রেফতারের বিষয়ে মেজর সাদিকুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই শহিদুল হত্যায় সম্পৃক্ততার কথা ‘স্বীকার করেছেন’ বাবুল। তার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বটটেকি এলাকায়। টঙ্গী পশ্চিম থানার এই মামলায় ছয়জন আসামির মধ্যে দুই নম্বরে রয়েছে বাবুলের নাম। কী কারণে এই হত্যাকান্ড, সে বিষয়ে কোনো উত্তর না দিলেও মেজর সাদিকুল বলেন, বাবুলকে গাজীপুরে পুলিশের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে বাংলাদেশ সফরে থাকা যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অন্যান্য বিষয়ের সঙ্গে শহিদ হত্যা নিয়েও সরকারের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে ওই প্রতিনিধি দল বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা করেন। বিষয়টি নিশ্চিত করে আইনমন্ত্রী বলেছেন, উনারা শহিদুল ইসলামের মৃত্যু নিয়ে কথা বলেছেন। তারা শুধু এটুকু বলেছেন, সুষ্ঠু তদন্ত হলে সেটা ভালো। আমি তাদের অত্যন্ত স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশে আগের সংস্কৃতি নেই যে, বিচার হবে না। বাংলাদেশে এখন যে কোনো অপরাধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার হয় এবং তাই হবে।

সর্বশেষ খবর