শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলি। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই সংবিধান উপহার দিয়েছিলেন। আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করব। যারা এই সংবিধান মানে না তারা নিজেদের বাংলাদেশের নাগরিক বলাটা সঠিক হবে না। আখাউড়া রেলস্টেশনে গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিএনপির নেতারা অনেক কথাই বলতে পারেন। এর আগে তিনি আখাউড়া স্টেশনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। আমরা শেখ হাসিনার পরিকল্পনা অনুয়ায়ী তাঁর নেতৃত্বে কাজ করব এবং ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী, তাকজিল খলিফা কাজল, ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন বেগ শাপলসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর