রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সিরিজ জয়ের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

সিরিজ জয়ের ম্যাচ

নাটকীয়তায় ভরা ছিল শেষ ওভার। জিততে বাংলাদেশের দরকার ৬ রান। টি-২০ ক্রিকেটে আহামরি কিছু নয়। হরহামেশা হচ্ছে। ওভারের প্রথম বলটি লো ফুলটস করেন করিম জান্নাত। সব চাপ সামলে বাউন্ডারি হাঁকান মেহেদী হাসান মিরাজ। পরের বলে ম্যাচ ফিনিশ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু শর্ট বলটিকে ঠিকমতো খেলতে পারেননি। মিড উইকেটে মোহাম্মদ নবীর তালুবন্দি হন মিরাজ। জমে ওঠে ম্যাচ। ৪ বলে ২ রান! ওভারের তৃতীয় বলটি ছিল অফ স্ট্যাম্পের অনেক বাইরের। তাসকিন আহমেদ না খেললে ওয়াইড হতো। কিন্তু স্ট্যাম্পের বাইরের বলটিকে স্ল্যাশ করেন তিনি। বল তার ব্যাট স্পর্শ করে গ্লাভসবন্দি হয় উইকটরক্ষকের। দুই বলে ২ আউট। জমে ওঠে ম্যাচ। ৩ বলে ২ রান। টাইগারদের চাই বাউন্ডারি। এমন সমীকরণে নাসুম আহমেদ উইকেটের লাইনের বলকে পুল খেলতে গিয়ে মিস টাইম করেন। আউট হয়ে ফেরেন নাসুম। টানা ৩ বলে তিন আউট। করিম জান্নাত হ্যাটট্রিক করেন। ২ বলে চাই ২ রান। খেলতে আসেন শরিফুল ইসলাম। বাউন্ডারি হাঁকিয়ে এক বল হাতে রেখেই বাংলাদেশকে ৪ উইকেটে জয়ী করেন বাঁ-হাতি দীর্ঘকায় পেসার। ওই জয়ে দুই ম্যাচ টি-২০ সিরিজে এগিয়ে যায় সাকিব বাহিনী। আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ। জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জিতবে বাংলাদেশ। রশিদ খান, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকিদের বিপক্ষে সাবলীল খেলেছেন লিটন দাস, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানরা। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরা হয়েছেন তৌহিদ হৃদয়। ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩২ বলে ৩ চার ও ২ ছক্কায়। পঞ্চম উইকেট জুটিতে হৃদয় ও শামীম ৪৩ বলে ৭৩ রান যোগ করে দলকে সিরিজে এগিয়ে নেন। শামীম ২৫ বলে ৩৩ রান করেন ৪ চারে। ম্যাচে টাইগাদের সব বোলারই উইকেট নিয়েছেন। সাকিব নেন ২ উইকেট এবং একটি করে উইকেট নিয়েছেন নাসুম, তাসকিন, শরীফুল, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর