রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অবিলম্বে সংলাপে বসুন : কামাল

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে সংলাপে বসুন : কামাল

প্রবীণ রাজনীতিক, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার স্বার্থে অবিলম্বে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। ড. কামাল বলেন, সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রের মালিক জনগণ। জনগণ শান্তিপূর্ণ পরিবেশে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করতে চায়। অথচ জনগণের এই মৌলিক ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজ সংগ্রাম করতে হচ্ছে। তিনি বলেন, সরকারের সীমাহীন দমন-পীড়নের ফলে দেশ আজ চরম সংকটে। ফলে বিদেশি রাষ্ট্রগুলো আমাদের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পেয়েছে। এতে জাতি হিসেবে আমরা লজ্জিত। সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য মোকাব্বির খান এমপি, মফিজুল ইসলাম খান, অ্যাডভোকেট আলতাফ হোসেন, এ আর জাহাঙ্গীর, মোশতাক আহম্মেদ, শাহ নুরুজ্জামান প্রমুখ।

 

সর্বশেষ খবর