রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সরকার পতনের এক দফায় পেশাজীবীরাও

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের এক দফায় পেশাজীবীরাও

সরকার পতনের এক দফার আন্দোলনে পেশাজীবীদের রাজপথে নামার ডাক দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ মানুষ জেগে উঠেছে। শুক্রবার নোয়াখালী গিয়েছিলাম। সেখানে দেখেছি, সাধারণ মানুষের কী ঢল, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের ঢল। তরুণরা জেগে উঠছে, মেহনতি মানুষ জেগে উঠছে। আপনাদেরও মাঠে নামতে হবে। গতকাল দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পেশাজীবীদের সমাবেশে তাদের প্রতি বিএনপি মহাসচিব এ আহ্বান জানান। ‘সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি’তে সম্মিলিত পেশাজীবী পরিষদ এ সমাবেশের আয়োজন করে। পরে পেশাজীবীরা জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত ‘নীরব’ পদযাত্রায় অংশ নেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক রফিকুল ইসলাম, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবদুল কুদ্দুস, অধ্যাপক এ কে এম আজিজুল হক, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক হারুন আল রশিদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আশরাফ উদ্দিন উজ্জ্বল, অধ্যাপক জি কে মোস্তাফিজুর রহমান, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক শামসুল আলম সেলিম প্রমুখ বক্তব্য রাখেন। মির্জা ফখরুল পেশাজীবীদের উদ্দেশে বলেন, এখন আপনাদের জেগে উঠতে হবে। নেতৃত্ব দিতে হবে। এটা এখন জাতির প্রত্যাশা। আপনারা বেরিয়ে আসুন। রাস্তায় নামুন। মানুষকে নামতে উদ্বুদ্ধ করুন। জনগণের শক্তির মধ্য দিয়ে আমরা এদের পরাজিত করব। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এ সরকারকে বাধ্য করব। মির্জা ফখরুল বলেন, এখন এই ভিসানীতি-টিতি কী আছে না আছে দেখতে চাই না। ওইটা ওরা দেখবে, ওদের দেখার দায়িত্ব। জনগণের শক্তি দিয়ে আমরা আন্দোলন করছি। এ আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়। এ আন্দোলন দেশ রক্ষার আন্দোলন। মুক্তির আন্দোলন। সংবিধানকে আবার জনগণের সংবিধানে পরিণত করার আন্দোলন। শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো, বিচার ব্যবস্থাকে স্বাধীন করা, গণমাধ্যমকে স্বাধীন করা, মানুষের মুক্তির পথ আরও প্রশস্ত করা, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর আন্দোলন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত স্লোগান ‘টেক ব্যাক বাংলাদেশ’-এর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, এ স্লোগানের মধ্য দিয়ে গোটা জাতিকে উজ্জীবিত করেছেন তিনি। এটি একটি ‘ফিলোসোফিক্যাল স্লোগান’। আইনজীবীদের মতো চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষকদেরও আলাদাভাবে ফ্রন্ট গঠন করে আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, আমরা সবচেয়ে অসহায় বোধ করি বিচারব্যবস্থার কাছে। সবচেয়ে অসহায় বোধ করি যখন আমরা কোর্টে যাই। আমরা সবচেয়ে বড় ভুক্তভোগী।

সর্বশেষ খবর