রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইসির পদত্যাগ চেয়ে সমাবেশ ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশ আমাদের, নির্বাচনও আমাদের। দেশের জনগণই সিদ্ধান্ত নেবে নির্বাচন কীভাবে হবে? এখানে বিদেশিদের হস্তক্ষেপ কাম্য নয়। বিদেশিদের প্রেসক্রিপশনে রাষ্ট্র ও নির্বাচন পরিচালিত হবে না। তিনি বলেন, দেশের নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দল দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না।

গতকাল রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, জাতীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে আজ ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে থানায় থানায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন, সেপ্টেম্বর মাসব্যাপী সব জেলা ও মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন পীর চরমোনাই। আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী।

সর্বশেষ খবর