সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল মেয়েরা

‘আমরাই ফেবারিট’ সিরিজ শুরুর আগে দৃঢ়কণ্ঠে বলেছিলেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা। গতকাল মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের সবুজ ঘাসের উইকেটে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই ভারতকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। ডিএল মেথডে ৪০ রানের ঐতিহাসিক জয় তুলে ইতিহাস লিখেছেন নিগার, মারুফারা। মহিলা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এই প্রথম ভারতকে হারাল বাংলাদেশ। বৃষ্টি¯œাত ম্যাচের এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিগার বাহিনী। সিরিজের বাকি দুই ওয়ানডে ১৯ ও ২২ জুলাই। হারমানপ্রীত কাউরের ভারতকে হারাতে দারুণ ব্যাটিং করেছেন নিগার। দুরন্ত বোলিং করে ম্যাচসেরা হয়েছেন মারুফা আক্তার। মারুফার বোলিং স্পেল ৭-০-২৯-৪। অভিষেক হলেও পেটের ব্যথায় খেলতে পারেননি স্বর্ণা আক্তার। মহিলা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে স্বর্ণা চতুর্থ ক্রিকেটার যিনি অভিষেক হলেও ব্যাটিং করতে পারেননি। তবে আগের তিনজন শুধু ব্যাটিং করতে পারেননি। তিনি এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার যিনি ব্যাটিং ও বোলিং কিছুই করেননি। ভারতের বিপক্ষে গত ১০ বছরে ৫ ওয়ানডে হারের পর ষষ্ঠ ম্যাচে এসে এই প্রথম জিতল। টি-২০ সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচটি জিতেছিল নিগার বাহিনী। টি-২০ ক্রিকেট ইতিহাসে ১৬ ম্যাচে ভারতের বিপক্ষে যা তৃতীয় জয়। ওই জয়ের আত্মবিশ্বাস নিয়ে মহিলা দলের অধিনায়ক ওয়ানডে সিরিজে নিজেদের ফেবারিট বলেছিলেন। সেটাই গতকাল প্রমাণ করেছেন। বৃষ্টিতে ম্যাচ নির্ধারিত হয় ৪৪ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫২ রান করে। পেটের ব্যথায় ব্যাটিং করেননি স্বর্ণা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নিগার। ৬৪ বলে ৩ চারের ইনিংসটি থেমে যায় অমনজিত কাউরের বলে লেগ বিফোর হলে।

এ ছাড়া ফারজানা হক পিঙ্কি ৪৫ বলে ৫ চারে ২৭, মুরশিদা খাতুন ৩০ বলে ১৩, সুলতানা খাতুন ২০ বলে ১৬, ফাহিমা খাতুন অপরাজিত ১২ রান করেন। ভারতীয়দের পক্ষে অমনজিত কাউর ৩১ রানের খরচে নেন ৪ উইকেট। বৃষ্টি¯œাত ম্যাচটিতে ডিএল মেথডে ভারতকে টার্গেট দেওয়া হয় ১৫৪। এ টার্গেটে খেলতে নেমে ৩৫.৫ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায় ভারত। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন দিপ্তি শর্মা। এ ছাড়া প্রিয়া পুনিয়া ১০, স্মৃতি মান্ধানা ১১, স্বস্তিকা ভাটিয়া ১৫, জেমিমা রড্রিগেজ ১০, অমনজিত কাউর ১৫ রান করেন। ম্যাচসেরা মারুফা ৭ ওভারের ৩১ রানের খরচে নেন ৪ উইকেট। লেগ স্পিনার রাবেয়া খানের স্পেল ৭.৫-০-৩০-৩। এ ছাড়া নাহিদা খাতুন ও সুলতানা খাতুন একটি করে উইকেট নেন।

সর্বশেষ খবর