সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চিকিৎসকদের অবরোধে লাঠিচার্জ

ভাতা বেড়ে ২৫ হাজার

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসকদের অবরোধে লাঠিচার্জ

ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করতে চাইলে ট্রেইনি চিকিৎসকদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। দাবির পরিপ্রেক্ষিতে রেসিডেন্ট, নন-রেসিডেন্ট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ২৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। লাঠিচার্জে কয়েকজন চিকিৎসক আহতও হয়েছেন বলে দাবি আন্দোলনরতদের। এ ঘটনায় ৭ ঘণ্টা শাহবাগ-কাঁটাবন সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। গতকাল বিকাল ৫টার দিকে প্রায় ৭ ঘণ্টা পর শাহবাগ-সায়েন্স-ল্যাবমুখী রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা।

দুপুরে শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করতে চাইলে তাদের ওপরে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন তারা। পরে শাহবাগ-কাঁটাবন সড়কে অবস্থান নেন আন্দোলনরত চিকিৎসকরা। বিকাল ৪টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করেন চিকিৎসকদের তিন সদস্যের প্রতিনিধি দল। সেখান থেকে ফিরে এসে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, উপাচার্য স্যার আমাদের লিখিত আশ্বাস দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং সুখবর জানাবেন। উপাচার্য স্যারের আশ্বাসে আমরা এখন রাস্তা ছাড়ছি। তবে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, বকেয়া পরিশোধ ও নিয়মিত ভাতা প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন ট্রেইনি চিকিৎসকরা। ফলে প্রায় ৭ ঘণ্টা বন্ধ ছিল শাহবাগ-সায়েন্সল্যাবমুখী রাস্তা। বিকাল ৫টার পর সচল হয়েছে যান চলাচল। সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রেসিডেন্ট, নন-রেসিডেন্ট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ২৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। আগে তারা ২০ হাজার টাকা বেতন পেতেন।

সর্বশেষ খবর