সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিদেশিদের মাতব্বরি প্রয়োজন নেই

নিজস্ব প্রতিবেদক

বিদেশিদের মাতব্বরি প্রয়োজন নেই

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচন সামনে রেখে কোনো বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ বা মাতব্বরি আমাদের প্রয়োজন নেই। আমরা নিজেরাই আমাদের পথ ঠিক করব। বিদেশি বন্ধুরা আসবে, আমাদের সঙ্গে চা খাবে, এটুকু ঠিক আছে। কিন্তু তারা আমাদের পরিচালনা করতে চাইবে, এটি গ্রহণযোগ্য নয়।

গতকাল বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সম্মেলনকক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, মাতব্বর অনেক আছে পৃথিবীতে, ঘুরে বেড়ায়, মানুষকে নসিহত দেয়। কারণ তাদের ঘরে পাহাড়সমান অর্থ আছে। সেই অর্থের উৎস কোথায় এটাও আমরা কিছু সামান্য বুঝি। সৃষ্টিকর্তা আমাদের যতটুকু দিয়েছেন ততটুকুতেই আমরা নির্বিঘ্নে কাজ করতে চাই। মাতব্বরি আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদেরকে আমাদের কাজটা করতে দেন। এই হলো আমাদের দেশের মানুষের কাছে আবেদন। তিনি আরও বলেন, আমরা আমাদের কাজ করতে চাই। আমাদের সম্পদ যেন নিরাপদ-নির্বিঘ্ন থাকে এর জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার। উন্নয়ন সূচকে এগিয়ে যাওয়া প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা আমাদের বিশাল প্রতিবেশীর তুলনায় সাক্ষরতায়, বিদ্যুৎ বিতরণে এগিয়ে গেছি। সমাজে নারীর অংশগ্রহণ, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে। তবে আমাদের অনেক সমস্যা আছে। দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা। মানসিক ও সাংস্কৃতিকভাবে চিন্তা-চেতনায় পশ্চাৎমুখিতা আছে। শুধু দৈহিক দক্ষতা নয়, মানসিক দক্ষতাও আমাদের অর্জন করতে হবে। এম এ মান্নান বলেন, এখন অভাবনীয় অর্জন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সারা বিশ্ব এখন জিজ্ঞেস করে, কীভাবে এটি সম্ভব হয়েছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে।

 আমরা পারি, আমরা পেরেছি, এ বার্তা ছড়িয়ে দিতে হবে। এনএসডিএ নির্বাহী চেয়ারম্যান নাসির আফরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

সর্বশেষ খবর